সৌভিক মুখার্জী, কলকাতা: 4 জুলাই থেকে দেশের তিনটি বড় বড় ব্যাঙ্কের ব্যবসা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বিরাট পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI Action)। ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন 1949-এর ধারা 35A এবং 56 অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু কোন ব্যাঙ্কগুলি পড়ছে এই তালিকায় এবং কেনই বা হঠাৎ এরকম পদক্ষেপ? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।
কী সিদ্ধান্ত নেওয়া হল রিজার্ভ ব্যাঙ্কের তরফে?
সম্প্রতি আরবিআই দিল্লির ইনোভেটিভ কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক, গুয়াহাটির দ্য ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্ক, এবং মুম্বইয়ের ভবানী সহকারি ব্যাঙ্কের উপর ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 35A এবং 56 অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। আর এই সিদ্ধান্ত গত 4 জুলাই, 2025 থেকেই কার্যকর হয়েছে এবং প্রাথমিকভাবে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
গ্রাহকরা কি সমস্যায় পড়বেন?
হ্যাঁ, গ্রাহকদের এবার সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ দিল্লি ও গুয়াহাটির ব্যাঙ্কে প্রতি গ্রাহক এবার সর্বোচ্চ 35 হাজার টাকা পর্যন্ত তোলার অনুমতি পেয়েছে। তবে মুম্বাইয়ের ভবানী সহকারী ব্যাঙ্কের কোনও গ্রাহক টাকায় তুলতে পারবে না।
অর্থাৎ, এখন থেকে এই তিনটি ব্যাঙ্ক আর নতুন করে ঋণ দিতে পারবে না, আর নতুন অ্যাকাউন্ট খুলতেও পারবে না। পাশাপাশি অবস্থান পরিবর্তন বা সম্পত্তিও বিক্রি করতে পারবে না। এমনকি কোনও চুক্তিতেও সই করতে পারবে না। তবে হ্যাঁ, ব্যাঙ্কগুলি তাদের অফিসের খরচ, কর্মচারীদের বেতন, ভাড়া, বিদ্যুতের বিল মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ ব্যবহার করতে পারবে।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের পকেটে স্বস্তি, অনেকটাই পতন সোনা-রুপোর দাম! আজকের রেট
কেন নেওয়া হল এরকম সিদ্ধান্ত?
আসলে এই তিনটি ব্যাঙ্কের আর্থিক অবস্থা দীর্ঘদিন ধরেই আশঙ্কাজনক অবস্থায় ছিল। বারবার সতর্কতা সর্তেও ঋণ ফেরত না পাওয়া, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ত্রুটি এবং আর্থিক অস্বচ্ছতা তৈরি হয়েছিল। আরবিআই চাইছে, গ্রাহকদের নিরাপত্তা বজায় রাখতে এবং বাজারের আস্থা ধরে রাখতে। তাই এরকম পদক্ষেপ।
রিজার্ভ ব্যাঙ্ক নিশ্চিত করেছে যে, কোনও গ্রাহকের অর্থ হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ DICGC আইন, 1961 আইন অনুযায়ী প্রত্যেক ব্যাঙ্ক গ্রাহকদের সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা সুরক্ষা দেয়। অর্থাৎ, যদি কোনও ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হয়ে যায়, তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত নিরাপদ থাকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |