Indiahood-nabobarsho

ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলে কত টাকা জরিমানা? এবার নয়া নিয়ম আনল রেল

Published on:

Waiting Ticket

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের প্রধান ভরসা ভারতীয় রেল। অফিস যাওয়া বলুন বা ঘুরতে যাওয়া, যাত্রীদের অন্যতম সঙ্গী ট্রেন। তবে অনেক সময় দেখা যায়, ট্রেনের কনফার্ম টিকিট না পেয়েও অনেকে ওয়েটিং টিকিট (Waiting Ticket) নিয়ে ট্রেনে চেপে পড়েন। কিন্তু এবার এই অভ্যাস ত্যাগ করতে হবে। নাহলে বিপদে পড়বেন। ওয়েটিং টিকিটে ট্রেনের সফর মানেই এবার মোটা অঙ্কের জরিমানা। হ্যাঁ, ভারতীয় রেল এবার কড়া নিয়ম নিয়ে হাজির হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলেই বিপদ

আগে রেলের টিকিট না থাকলেও যাত্রীরা টেনে উঠে পড়তেন। বিশেষ করে স্লিপার ক্লাসে ওয়েটিং টিকিট দেখে সফর করতেন অনেকেই। আর এতে সমস্যা হত যাদের টিকিট কনফার্ম তাদের। তারা সিটে জায়গা পেতেন না, এমনকি পড়তেন বিশৃঙ্খলায়। এবার সেই বিশৃঙ্খলা কাটাতেই রেল কর্তৃপক্ষ বড়সড় পদক্ষেপের সাথে হাঁটলো।

কত টাকা জরিমানা হবে?

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, যদি আপনি স্লিপার ক্লাসে ওয়েটিং টিকিট নিয়ে ওঠেন, তাহলে আপনাকে ২৫০ টাকা জরিমানা গুনতে হবে। হ্যাঁ, সঙ্গে দিতে হবে পুরো সফরের টিকিট মূল্য এবং দূরত্ব অনুযায়ী অতিরিক্ত চার্জ। অর্থাৎ, একবার ধরা পড়লে ছোটখাটো অঙ্কের নয়, বরং মোটা অঙ্কের টাকা আপনার পকেট থেকে খোয়াতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এসি ক্লাসে উঠলে জরিমানা আরো বেশি

শুধু স্লিপার নয়, যদি আপনি থার্ড এসি বা সেকেন্ড এসিতে ওয়েটিং টিকিট নিয়ে উঠে পড়েন, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। সেক্ষেত্রে আপনাকে ৪৪০ টাকা জরিমানা গুনতে হবে। সঙ্গে টিকিটের মূল্য। এমনকি টিকিট পরীক্ষক চাইলে আপনাকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারে বা সাধারণ কোচে পাঠিয়ে দিতে পারে। এর পাশাপাশি প্রথম শ্রেণীর কামড়ায় টিকিট ছাড়া ভ্রমণের দুঃসাহস দেখালে গুনতে হবে আরো মোটা অঙ্কের জরিমানা।

আরও পড়ুনঃ ভারতের গর্ব, কীভাবে পৌঁছবেন পামবন সেতু? জেনে নিন রুট

কীভাবে এড়াবেন এই সমস্যা?

রেলে ভ্রমণ করার আগে যদি আপনার টিকিট কনফার্ম না হয়, তাহলে অবশ্যই প্ল্যাটফর্মে অপেক্ষা করুন বা অন্য কোন ট্রেনে ওঠার চেষ্টা করুন। কারণ রেলের নিয়ম অনুযায়ী, রিজার্ভ কোচে ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ সম্পূর্ণ বেআইনি। এতে শুধু আপনি নিজে সমস্যায় পড়বেন না, বরং যাত্রীদেরও ভোগান্তির শিকার হতে হবে। সঙ্গে গুনতে হবে প্রচুর জরিমানা। তাই যদি রেলে ভ্রমণ করতে চান, তাহলে আগেভাগেই নিশ্চিত হন যে আপনার টিকিট কনফার্ম কিনা। নাহলে পকেটে ধাক্কা তো আসবেই, সঙ্গে আনন্দও ধুলোয় মিশে যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group