ফোনে এই App ইনস্টল করে কাটুন চালান, নগদ ৫০০০০ টাকা পুরস্কার দেবে দিল্লি পুলিশ

Published on:

Traffic Prahari

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লির রাস্তায় যদি কেউ ট্রাফিক সিগন্যাল ভেঙে চলে যায় কিংবা ভুল দিকে গাড়ি নিয়ে চলে যায়, তাহলে আর ট্রাফিক পুলিশের উপর নির্ভর করতে হবে না। কারণ এবার আপনি নিজেও হতে পারেন একজন ট্রাফিক পুলিশ। শুধুমাত্র দায়িত্ব নয়, বরং দিল্লি পুলিশ দিচ্ছে নগদ পুরস্কারও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আসলে এবার দিল্লি ট্রাফিক পুলিশ চালু করেছে একটি বিশেষ অ্যাপ Traffic Prahari, যার মাধ্যমে সাধারণ মানুষও সরাসরি ট্রাফিক আইন ভাঙার বিষয়ে রিপোর্ট করতে পারবে। আর এই রিপোর্টের ভিত্তিতে যদি কাউকে চালান করা হয়, তাহলে রিপোর্টকারী বিশেষ পুরস্কার পাবে। এমনকি সেই পুরষ্কার 50 হাজার টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।

কী এই Traffic Prahari অ্যাপ?

জানিয়ে রাখি, এই ট্রাফিক প্রহরী অ্যাপটি প্রথমবার 2015 সালে চালু করা হয়েছিল। তবে 2025 সালে এসে অ্যাপটির ফিচার এবং ইউজার ইন্টারফেসে বিরাট পরিবর্তন আনা হয়েছে। আর এখন এটি অনেক বেশি ব্যবহার বান্ধব ও কার্যকরী হয়ে উঠেছে। অর্থাৎ, সাধারণ মানুষ খুব সহজেই এটি ব্যবহার করতে পারবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই অ্যাপটি ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তারপর ওটিপি’র মাধ্যমে লগইন করতে হবে। এরপর আপনি ছবির সঙ্গে লোকেশন ও টাইমস স্ট্যাম্পসহ ভিডিও আপলোড করতে পারবেন। আর এই অ্যাপের মাধ্যমে রেড লাইট ভাঙ্গা, উল্টো দিক দিয়ে গাড়ি চালানো কিংবা বেপরোয়া ড্রাইভিং বা বেআইনি পার্কিং সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করতে পারবেন। তারপর দিল্লি পুলিশ রিপোর্টটি যাচাই করবে। যদি সত্যিই অভিযোগ হিসাবে মানা হয়, তাহলে চালান ইস্যু করা হবে।

Traffic Prahari

পুরস্কার কীভাবে পাবেন?

দিল্লি পুলিশ এবার শুধু নাগরিকদের সচেতন করছে না, বরং তাঁদের উৎসাহ দিতে মাসিক পুরস্কারও দিচ্ছে। হ্যাঁ, আপনি যত বেশি সঠিক রিপোর্ট করতে পারবেন, ততই ইনকাম জেতার সুযোগ পাবেন। এক্ষেত্রে প্রথম পুরস্কার ধরা হয়েছে 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 25,000 টাকা, তৃতীয় পুরস্কার 15,000 টাকা এবং চতুর্থ পুরস্কার 10,000 টাকা পর্যন্ত। আর এই উদ্যোগের মুখ্য পরিকল্পক হল ট্রাফিক এস কে সিং। তিনি মনে করছেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব নয়।

আরও পড়ুনঃ প্রথমবার পিছনে পড়ল চিন! আমেরিকার এক নম্বর স্মার্টফোন সরবরাহকারী দেশ হল ভারত

তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আজই গুগল প্লে-স্টোরে যান এবং সার্চ করুন ‘Traffic Prahari’। পাশাপাশি আইফোন ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর থেকে খুব সহজেই অ্যাপটি ডাউনলোড করে নিন। আর ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন করেই শুরু করে দিন ট্রাফিক পুলিশের মতো নজরদারি এবং জিতে নিন নগদ পুরস্কার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group