সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি। তার পরিবারের দিকে নজর থাকে সবসময়ই দেশবাসীর। ব্যবসা বলুন বা লাইফস্টাইল, ফ্যাশন, এমনকি সন্তানের শিক্ষাজীবন, সবকিছুই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
আর অনেকের ধারণা ছিল, মুকেশ ও নীতা আম্বানির নাতনি আদিয়া পিরামল হয়তো তাদের পারিবারিক স্কুলে (Aadiya School Fees) পড়ে। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। আদিয়ার মা ঈশা আম্বানি, যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেনা মুখ, তিনি নিজের কন্যার জন্য বেছে নিয়েছেন এক বিলাসবহুল, শান্ত-শৃঙ্খলাযুক্ত স্কুল।
কোন স্কুলে পড়ে আদিয়া?
খোঁজ নিয়ে জানা গেল, ঈশা এবং আনন্দ পিরামালের কন্যা আদিয়া পিরামল পরে মুম্বাইয়ের প্রখ্যাত প্রি-স্কুল Westwind School-এ। 1947 সালে 5 জন মহিলা মিলে এই স্কুলটিকে প্রতিষ্ঠা করেন। আর এই স্কুলটি মূলত নার্সারি থেকে কেজি পর্যায়ের বাচ্চাদের জন্যই তৈরি করা।
তবে এই স্কুলের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো – এটি একটি কো-অপারেটিভ, নন প্রফিট শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটানো হয়। বলে রাখি, এখানকার পরিবেশে শিশুদের জন্য মায়ের ভূমিকা সবথেকে বেশি।
প্রসঙ্গত জানিয়ে রাখি, 2018 সালের 12 ডিসেম্বর ঈশা আম্বানি ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী আনন্দ পিরামলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। আর আনন্দ হলেন Piramal Realty-র প্রতিষ্ঠাতা অজয় পিরামলের সন্তান। 2022 সালে নভেম্বর মাসে ঈশা ও আনন্দের ঘরে যমজ সন্তান জন্ম হয়। কন্যা আদিয়া পিরামল এবং পুত্র কৃষ্ণ পিরামল।
আরও পড়ুনঃ পার্কিং প্লেসের প্রমাণ ছাড়া আর কেনা যাবে না গাড়ি! নয়া নিয়ম পরিবহন দফতরের
স্কুল ফি জানলে অবাক হবেন
Westwind School-এ ফি শিক্ষার মান এবং পরিকাঠামো সঙ্গে বেশ খাপ খাইয়েই নির্ধারণ করা। এখানে শিশুকে ভর্তি করতে খরচ হয় প্রায় 12,000 টাকা, যা একবারেই দিতে হয়। এমনকি কশান ডিপোজিট হিসেবে দিতে হয় 5000 টাকা, ফর্ম এবং রেজিস্ট্রেশন ফি বাবদ হিসেবে লাগে 1000 টাকা, মাসিক টিউশন ফি বাবদ দিতে হয় 3500 টাকা, যা বছরে 42,000 টাকায় দাঁড়ায়।
এছাড়া বার্ষিক চার্জ দিতে হয় 5000 টাকা। আর সব মিলিয়ে স্কুলের অ্যাক্টিভিটি, উপকরণ ও ইভেন্টের খরচ সহ গড়ে 2.5 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়ে।












