সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। নতুন প্যান 2.0 (Pan Card 2.0) নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন আগ্রহ সৃষ্টি হয়েছে, ঠিক তেমনই এই সুযোগকে কাজে লাগিয়েই হচ্ছে প্রতারণা। সরকার জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি ভুয়ো লিংক পাঠিয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
কীভাবে হচ্ছে এই প্রতারণা?
আসলে সরকারের নতুন প্যান 2.0 চালু করার পর থেকেই মানুষ তা ডাউনলোড করতে শুরু করেছে। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। হ্যাঁ, অজানা মেইল আইডি দিয়ে প্যান কার্ড 2.0 নামে মেইল পাঠানো হচ্ছে, আর সেই মেইলে একটি লিংক থাকছে। সেখানে ক্লিক করলেই দেখা যাচ্ছে একটি ওয়েবসাইট, যা একেবারে সরকারি পোর্টালের মতো হলেও এটি আসলে প্রতারণার ফাঁদ। ব্যবহারকারীদের থেকে প্যান নম্বর, আধার নম্বর, ব্যাঙ্কের সমস্ত তথ্য, কার্ড ডিটেলস সবকিছু হাতিয়ে নেওয়া হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে।
তবে প্রেস কন ইনফরমেশন ব্যুরো’র ফ্যাক্ট চেক ইউনিট নিশ্চিত করেছে যে, এই ধরনের মেইল সম্পূর্ণ ফেক। এটি প্রতারণার চক্র ছাড়া আর কিছুই হতে পারে না। তারা জানিয়েছে, সরকার বা আয়কর দপ্তরের পক্ষ থেকে কোনোরকম ব্যক্তিগত তথ্য চাওয়া হয় না। প্যান 2.0 বা ই-প্যান শুধুমাত্র সরকারি ওয়েবসাইটেই পাওয়া যাবে। তাই এই সমস্ত লিংকগুলিতে ক্লিক করে কোনোরকম তথ্য দেবেন না।
🚨 Scam alert !!
📢Have you received an email asking you to click on a link to download your e-PAN Card?
❌ This email is #Fake
❌ Check the sender’s email ID. Never click on any link in suspicious emails and avoid downloading any attachments.
❌ Do not… pic.twitter.com/bbHcxOFDIX
— All India Radio News (@airnewsalerts) July 20, 2025
সচেতন থাকুন
কখনোই অচেনা মেইল বা মেসেজে দেওয়া লিংকে ক্লিক করবেন না। কারণ কোনো সরকারি পরিষেবা ইমেইলের মাধ্যমে পাঠানো হয় না। শুধুমাত্র incometax.gov.in ওয়েবসাইটেই এই পরিষেবা পাওয়া যায়। আর কারো সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ডের নম্বর, আধার কার্ড বা ওটিপি শেয়ার করবেন না। যদি এমন কোনো মেইল পান, তাহলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন বা ডিলিট করে দিন।
আরও পড়ুনঃ জগদীপ ধনখড়ের পদত্যাগ, কে হবেন নতুন উপরাষ্ট্রপতি? জানুন নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও
প্রসঙ্গত জানিয়ে রাখি, নতুন প্যান কার্ড 2.0 হল একটি আপডেটেড ভার্সন, যার মধ্যে কিউআর কোড প্রযুক্তি যুক্ত করা হয়েছে। আর এতে আরো দ্রুত ও নির্ভুলভাবে তথ্য যাচাই করা যাবে। এমনকি এই ভার্সনটি কেন্দ্র সরকারের উদ্যোগেই চালু করা হয়েছে, যা শুধুমাত্র সরকারি পোর্টাল থেকেই ডাউনলোড করা যাবে, অন্য কোনো ওয়েবসাইট বা মেইল থেকে নয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |