সৌভিক মুখার্জী, কলকাতাঃ দেশের বাইরে পা রাখার জন্য পাসপোর্ট (Passport) সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি ছাড়া আপনি দেশের বাইরে পা ফেলার সামান্য কল্পনাও করতে পারবেন না। কিন্তু অনেকেই পাসপোর্ট করার সময় ছোটখাটো ভুল করে বসেন, যা পরবর্তীতে বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কখনো আবেদন বাতিল হয়ে যায়, আবার কখনো মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। তাই পাসপোর্ট করার সময় অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখুন।
আবেদন করার সময় এই ভুল করবেন না!
পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে কিছু নির্দিষ্ট নথি জমা করতে হয়। অনেকেই ভুল তথ্য প্রদান করেন অথবা কিছু তথ্য গোপন করে রাখেন, যা পরে ধরা পড়লে বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, কেউ কেউ জন্ম তারিখ পরিবর্তন করে দেন। আবার কেউ ঠিকানার ভুল তথ্য দেন। এছাড়া আগে কোন পাসপোর্ট থাকলে সেটিও গোপন করে রাখেন অনেকে। এই ভুলগুলো ধরা পড়লে শুধুমাত্র আবেদন বাতিল হবে না, বরং মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে।
পাসপোর্টে ভুল তথ্য দিলে কত টাকা জরিমানা দিতে হয়?
ভারত সরকারের পাসপোর্ট সংক্রান্ত নিয়ম খুবই করাকর। যদি আবেদনপত্রে ভুল বা বিভ্রান্তিকর কোন তথ্য দেওয়া হয়, তাহলে ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। তাই অবশ্যই আবেদন করার আগে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করুন। জমা দেওয়ার আগে ফরমটি পুনরায় একবার চেক করুন এবং সব প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করুন।
তথ্য ভুল থাকলে আবেদন বাতিল হবে
শুধুমাত্র জরিমানা নয়। তথ্য যদি ভুল দেন, তাহলে আপনার পাসপোর্টের আবেদন বাতিল হয়ে যেতে পারে। আর একবার বাতিল হলে পুনরায় আবেদন করতে হলে সম্পূর্ণ নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, যা যথেষ্ট সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। তাই প্রথমবারেই সঠিক তথ্য দিয়ে আবেদন করুন, যাতে ভবিষ্যতে কোনরকম সমস্যার সম্মুখীন না হতে হয়।
আরও পড়ুনঃ আশঙ্কাই হল সত্যি! দেউলিয়া হওয়ার পথে মলদ্বীপ, হাত তুলে নিল চিনও
পাসপোর্ট সতর্কতার সঙ্গে এবং সঠিক তথ্য দিয়ে তৈরি করলে ভবিষ্যতে সমস্যা এড়ানো সম্ভব। তবে একবার ভুল করলে তা শুধরানো খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তাই আবেদন করার আগে সব তথ্য একাধিকবার যাচাই করুন, যাতে পাসপোর্ট তৈরি করতে কোন রকম ঝামেলায় না জড়াতে হয়।