উৎসবের মরশুমে সুরাপ্রেমীদের ঝটকা, টানা ড্রাই ডে থাকায় ৫ দিন বন্ধ থাকবে মদ বিক্রি

Published on:

wine shop

শ্বেতা মিত্রঃ সামনে রয়েছে দুর্গাপুজো। আর দুর্গাপুজোর সময় সাধারণ মানুষ আনন্দ উৎসব, হৈ হুল্লোড় করবে না এটা তো হতেই পারে না। অনেকেই আছেন যারা কিনা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যেতে পছন্দ করেন। তো আবার অনেকেই আছেন যারা বাড়িতে বসে একটু নিজের মতন সময় কাটাতে পছন্দ করেন। সে ক্ষেত্রে অনেকেই আছেন যারা একটু সুরাপান করতে পছন্দ করে থাকেন। আপনিও কি দুর্গাপুজোর সময় বাড়িতে বসে সুরা পান করা কথা ভাবনা চিন্তা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সুরাপ্রেমীদের জন্য জরুরি খবর

উৎসব থাকুক বা না থাকুক সুরা প্রেমীদের কাছে মদ জিনিসটা একটা আলাদাই ভালো লাগার জায়গা। তারপর এখন সামনেই রয়েছে দুর্গাপুজা থেকে শুরু করে লক্ষ্মীপূজো, কালীপুজো সহ একের পর এক উৎসব। আর এই উৎসবের সময় একটুখানি সুরাপান করবেন না তা তো হতেই পারে না। অনেকেই আছেন যারা বাড়িতে এনে মদ্যপান করতে ভালোবাসেন আবার অনেকেই আছেন যারা রেস্তোরাঁ, পানশালায় গিয়ে মদ্যপান করেন। কিন্তু বাড়িতে বসেই নিরিবিলিতে খাবার মজাই আলাদা। আপনারা যদি মদ্যপান করার পরিকল্পনা হয়ে থাকে তাহলে আপনার জন্য রয়েছে একজন অত্যন্ত জরুরী খবর জানা গিয়েছে সামনেই রয়েছে টানা কয়েকদিনের ড্রাই ডে। অর্থাৎ এর মধ্যেই আপনি যদি পান করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে স্টক তুলে রাখুন বাড়িতে। নইলে পরে পস্তাতে হবে।

টানা ড্রাই ডে

উৎসবের আবে মন খারাপ হতে চলেছে সুরা প্রেমীদের কারণ সামনেই রয়েছে টানা ড্রাই ডে। অর্থাৎ মিলবে না কোনও মদ। এখন নিশ্চয়ই ভাবছেন যে কবে কবে মদের দোকান বন্ধ থাকবে? জানা যাচ্ছে, এই অক্টোবর এবং পরের মাস নভেম্বর জুড়ে টানা ছ’দিন মদের দোকান বন্ধ থাকবে। গত ১৯ সেপ্টেম্বর এক্সাইজ ডিপার্টমেন্ট একটি অর্ডার পাস করেছে, যাতে এই দিনগুলিতে কেন মদের দোকান বন্ধ থাকছে তা স্পষ্টভাবে বলা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই দিনগুলিতে থাকবে ড্রাই ডে

  • ১) আগামী ১২ অক্টোবর (বিজয়া দশমী)।
  • ২) ১৭ অক্টোবর (মহর্ষি বাল্মীকি জয়ন্তী)।
  • ৩) ৩১ অক্টোবর (দিওয়ালি)।
  • ৪) ১৫ নভেম্বর (গুরু নানক জয়ন্তী)।
  • ৫) ২৪ নভেম্বর (গুরু তেগ বাহাদুর শাহীদি দিবস)।

এখানে একটি বিষয় বলে রাখা জরুরি বাংলায় কিন্তু এই ড্রাই ডেগুলি পালিত হবে না। এই ড্রাই ডেগুলি পালিত হবে রাজধানী দিল্লিতে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group