প্রীতি পোদ্দার: গতকাল ছিল মহালয়া। আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর। ঢাকের কাঠি পড়ল বলে। তারপরেই মহাসমারোহে ধুমধাম করে শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গা পুজো। আপামর বাঙালির এই পার্বণের প্রস্তুতির জন্য গোটা বছর অপেক্ষা করে থাকে। চলতি বছর দেবীর দোলায় আগমন। যার ফল মড়ক। এবং দেবীর ঘটকে গমন। ফল ছত্রভঙ্গ। তবে এই বছর দুর্গাপুজো কিছুটা হলেও আলাদা হতে চলেছে। কারণ এই বছর অষ্টমী ও নবমী তিথি পড়েছে একই দিনে। চলুন, আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কোন দিন কোন সময় ষষ্ঠী থেকে দশমী পুজো হতে চলেছে।
হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি বছর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মোট পাঁচদিন পুজো হয়ে থাকে। কিন্তু এই বছর পুজো চারদিন পড়েছে। তবে শুধু চারদিন নয় এবার পুজোর সময়ও বেশ গোলমেলে। যেমন শ্রী পুজো শুরু হচ্ছে আগামী ৮ অক্টোবর সেদিন মা দুর্গার বোধন হলেও ষষ্ঠী পড়ছে ৯ তারিখ। অর্থাৎ পঞ্চমীতেই হবে দেবীর বোধন। একনজরে দেখে নেওয়া যাক শারদীয়া দুর্গাপুজোর নির্ঘণ্ট।
মহাপঞ্চমী
চলতি বছর মহাপঞ্চমী পড়েছে আগামী ৮ অক্টোবর, ২১ আশ্বিন, মঙ্গলবার। আগের দিন অর্থাৎ সোমবার সকাল ৯টা ২৮ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৭ টা ৯ মিনিট পর্যন্ত মহা পঞ্চমী তিথি থাকবে।
দেবীর বোধন
আগামী ৮ অক্টোবর, ২১ আশ্বিন, মঙ্গলবার, পঞ্চমী থাকবে সকাল ৭টা ৯ মিনিট পর্যন্ত। অতএব ওই দিন সায়ংকালে দেবীর বোধন হবে।
মহাষষ্ঠী
আগামী ৯ অক্টোবর, ২২ আশ্বিন, বুধবার পড়েছে মহাষষ্ঠী। আগের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টা ২৮ মিনিট থেকে সকাল ৭টা ৩২ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠীর তিথি।
দেবীর আমন্ত্রণ ও অধিবাস
আগামী ৯ অক্টোবর, ২২শে আশ্বিন, বুধবার সকাল ৭টা ৩২ মিনিট পর্যন্ত ষষ্ঠী। তারপর এদিন সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে। ওই দিন সকালে ৮টা ৩১ মিনিটের মধ্যে দুর্গা ষষ্ঠীর প্রদীপ প্রজ্জ্বলন করতে হবে।
মহাসপ্তমী
আগামী ১০ অক্টোবর, ২৩ আশ্বিন, বৃহস্পতিবার পূর্বাহ্ন ঘ ৯টা ২৮ মিনিট থেকে সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত থাকবে মহাসপ্তমী তিথি। অতএব ওই দিন সকালে ৭টা ১০ মিনিটের মধ্যে নবপত্রিকা স্নান, প্রবেশ, স্থাপন এবং সপ্তমী বিহিত পূজা অবশ্যই শেষ করতে হবে। অতএব ভোর ৪টে থেকে সমস্ত সেবায়েতগণ ও পুরোহিতগণকে মন্দিরে উপস্থিত হতে হবে।
মহাষ্টমী এবং সন্ধিপূজা
আগামী ১১অক্টোবর, ২৪ আশ্বিন, শুক্রবার মহা অষ্টমী থাকবে সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত। ওই দিন ভোর ৪টে ৩০ মিনিট থেকে মহাষ্টমীর পূজা অবশ্যই আরম্ভ করতে হবে। এবং সন্ধিপূজো শুরু হবে সকাল ৬টা ২৪ মিনিট থেকে। এবং শেষ করতে হবে সকাল ৭টা ১২ মিনিটের মধ্যে।
মহানবমী
সন্ধিপূজা শেষ হতেই মহানবমী তিথি লেগে যাবে। আগামী ১১ অক্টোবর, ২৪ আশ্বিন, শুক্রবার, অষ্টমীর পুজোর পড়ে সন্ধিপূজা অনুষ্ঠিত হওয়ার পর নবমীর পুজো শুরু হয়ে যাবে। যা পরেরদিন সকাল ৫ টা ৪৪ মিনিটের মধ্যে সমাপ্ত করতে হবে।
মহাদশমী
আগামী ১২ অক্টোবর, ২৫ আশ্বিন, শনিবার সকাল ৫টা ৪৪ মিনিট থেকে আরম্ভ হবে দশমী তিথি। অর্থাৎ ওই দিন মহানবমী বিহিত অধিক পূজা ৫টা ৪৪ মিনিটের মধ্যে শেষ করতে হবে। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা শেষ হওয়ার পরেই মায়ের বিসর্জন পর্ব শুরু হবে।