নতুন ই-পাসপোর্ট চালুর কারণে পুরনোগুলো কী বাতিল? কীভাবে করবেন আপডেট?

Published on:

E-Passport

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশকে ডিজিটাল রূপান্তরের পথে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলে ভারত সরকার। হ্যাঁ, কেন্দ্র সরকার এবার আনুষ্ঠানিকভাবে চালু করেছে ই-পাসপোর্ট। তবে এখন প্রশ্ন উঠছে, এই ই-পাসপোর্ট (E-Passport) আসলে কী? যাদের পুরনো পাসপোর্ট রয়েছে, তাদের কি নতুন চিপযুক্ত পাসপোর্ট নিতে হবে? পুরনো পাসপোর্ট কি বাতিল হয়ে যাবে? সবটা জানিয়ে দিচ্ছে আজকের প্রতিবেদনে

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী এই ই-পাসপোর্ট? | E Passport |

খোঁজ নিয়ে জানা গেল, ই-পাসপোর্ট আসলে এক ধরনের পেপার বা ইলেকট্রনিক সংযুক্ত পাসপোর্ট। এর ভিতর থাকে একটি RFID চিপ এবং অ্যান্টেনা। বাইরে থেকে দেখতে প্রায় একইরকম হলেও এই পাসপোর্টের কভার পেজে একটি ছোট্ট সোনালি রঙের প্রতীক দেওয়া থাকে, যার মাধ্যমে বোঝা যায় যে, এটি একটি ই-পাসপোর্ট।

এমনকি এই চিপের মধ্যে সুরক্ষিতভাবে রাখা থাকে পাসপোর্টধারীর সমস্ত ব্যক্তিগত তথ্য এবং বায়োমেট্রিক ডেটা। আর এর মাধ্যমে পাসপোর্ট আরও নিরাপদ এবং সুরক্ষিত থাকে। এমনকি নকল ও প্রতারণার হাত থেকেও রক্ষা পাওয়া যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারত এবার যুক্ত হল তালিকায়

আমেরিকা, কানাডা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া সহ মোট 120 টির বেশি দেশ ইতিমধ্যেই ই-পাসপোর্ট চালু করে ফেলেছে। আর এবার সেই তালিকায় যুক্ত হল ভারত। আন্তর্জাতিক নাগরিক বিমান চলাচল সংস্থার নির্ধারিত গাইডলাইন অনুযায়ী তৈরি ই-পাসপোর্ট ভারতের সীমান্তে সুরক্ষা রক্ষা করতেও বিরাট ভূমিকা রাখবে, তা বলার অপেক্ষা রাখে না।

ই-পাসপোর্টের সুবিধা কী কী?

প্রথমত, ই-পাসপোর্টে প্রিন্ট ও ডিজিটালি স্বাক্ষরিত তথ্য সংরক্ষণ করা থাকে, যা স্ক্যান করে বিশ্বের যেকোনো ইমিগ্রেশন অফিসার খুব সহজেই তথ্য যাচাই করতে পারে।

দ্বিতীয়ত, Public Key Infrastructure (PKI)-র মাধ্যমে ব্যক্তিগত তথ্য আরও নিরাপত্তা দিয়ে সুরক্ষিত করে রাখা হয়। এমনকি পাসপোর্টের আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য প্রতারকদের ঠেকাতেও সাহায্য করে। 

তৃতীয়ত, অটোমেটেড e-gate ব্যবহার করে পাসপোর্ট থেকে দ্রুত ও স্পর্শবিহীন ইমিগ্রেশন সম্ভবপর করা হয়েছে। এমনকি ভবিষ্যতে আরও সহজ ও পেপারবিহীন প্রযুক্তি আনার চিন্তাভাবনা করা হচ্ছে এই ই-পাসপোর্টের মাধ্যমে। 

আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫ কারেন্সি, তালিকায় আছে ভারত?

পুরনো পাসপোর্ট বদলানো কি বাধ্যতামূলক?

এখন সবার মনেই প্রশ্ন থেকে যায় যে, যদি পুরনো পাসপোর্ট থাকে, তাহলে সেই পাসপোর্ট কি বদলাতে হবে? তবে সহজ উত্তর হল – না। যাদের পুরনো বা সাধারণ পাসপোর্ট রয়েছে, তাদের নতুন করে ই-পাসপোর্ট নেওয়ার কোনও দরকার নেই। পুরনো পাসপোর্ট মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বৈধ থাকবে বলেই জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group