বিক্রম ব্যানার্জী, কলকাতা: ড্রোন শোয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়েছে চিন! একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই দাবি করছেন নেট নাগরিকরা। ভাইরাল ওই ছবিটিতে দেখা যাচ্ছে, ড্রোন লাইট শোয়ের মাধ্যমে আকাশে প্রধানমন্ত্রীর মুখ আঁকা হয়েছে, একই সঙ্গে তার পাশে লেখা, মোদিকে চিনে স্বাগতম।
এমন ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে সেটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে দাবি করছেন নেট পাড়ার মানুষজন। কিন্তু এই ছবি কি আদৌ সত্যি? আদৌ ড্রোন লাইট শোয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে জিনপিংয়ের দেশে?
ভাইরাল ছবিটির সত্যতা Fact Check
সম্প্রতি নিউজ মোবাইলের ফ্যাক্ট চেক টিম জানিয়েছে যে, চিনে ড্রোন লাইট শোয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর যে যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। কমিউনিটি নোটস অন এক্সও দাবি করছে, ছবিটি পুরোপুরি ফটোশপ দিয়ে বানানো।
নিউজ মোবাইলের রিপোর্ট বলছে, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করা হলে আসল ছবিটি সামনে আসে। জানা যায়, ছবিতে যে ড্রোন লাইট শো দেখানো হয়েছে সেটি আসলে গত 19 এপ্রিলের।
অবশ্যই পড়ুন: আমেরিকার পর, ভারতের উপর শুল্ক চাপাবে ইউরোপের দেশগুলিও? উস্কানি খোদ ট্রাম্পের!
চিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া দাবি করছে, গত 19 এপ্রিল চংকিং পুরসভার নানআন জেলায় একটি ড্রোন লাইট শো চলাকালীন ওই ছবিটি তোলা হয়েছিল। রিপোর্ট বলছে, আসল ছবিটিকে ফটোশপ দিয়ে এডিট করে সেখানে মোদির মুখ এবং মোদি ওয়েলকাম টু চায়না লেখাটি বসানো হয়েছিল।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করে নেট নাগরিকরা দাবি করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ড্রোন শোয়ের মাধ্যমে স্বাগত জানিয়েছে বেইজিং, আদতে এই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করেনি চিনের সংবাদ মাধ্যমগুলি। ফলত, এ থেকেই বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় গা ভাসানো ছবিটি আদতে পুরোপুরি ফেক।