শুধু বার্থ সার্টিফিকেটই নয়, পাসপোর্ট বানানোর ক্ষেত্রে বদলে গেল এই ৫ নিয়ম

Published on:

five changes on passport rules

সৌভিক মুখার্জী, কলকাতাঃ দেশের নাগরিকদের জন্য পাসপোর্ট (Passport) এমন একটি ডকুমেন্ট, যা শুধুমাত্র বিদেশ ভ্রমণের জন্য নয়, বরং পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এবার কেন্দ্র সরকার পাসপোর্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনছে। যদি আপনি নতুন পাসপোর্ট করতে চান তাহলে এই নতুন নিয়মগুলি অবশ্যই জানা উচিত। কারণ এই নিয়মগুলি আপনার আয়ত্তে না থাকলে হয়তো ভবিষ্যতে বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন। চলুন দেখে নেওয়া যাক, কী কী পরিবর্তন এসেছে পাসপোর্টের নিয়মে। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

১) জন্ম শংসাপত্র বাধ্যতামূলক

পাসপোর্টের নতুন নিয়ম অনুসারে, ১লা অক্টোবর, ২০২৩-এর পরে জন্মগ্রহণকারী সমস্ত নাগরিকদের জন্য জন্মতারিখের প্রমাণের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি কর্তৃপক্ষের দেওয়া জন্ম সার্টিফিকেটকে বৈধতা দেওয়া হবে। অর্থাৎ, এবার থেকে স্কুল সার্টিফিকেট বা অন্য কোন ডকুমেন্ট দিয়ে জন্মতারিখের প্রমাণ যাচাই করা যাবে না।

২) পুরোনো জন্মতারিখ প্রমাণের জন্য বিকল্প নথি

যারা ১লা অক্টোবর, ২০২৩-এর আগে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে পূর্বের মতোই বিকল্প নথি জমা দেওয়ার সুযোগ থাকছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। অর্থাৎ, তারা জন্ম শংসাপত্রের বদলে স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড ইত্যাদি জমা দিতে পারবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৩) পাসপোর্টে ঠিকানার নতুন ব্যবস্থা

আগে পাসপোর্টের শেষ পৃষ্ঠায় আবেদনকারীর ঠিকানা দেওয়া থাকতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, পাসপোর্টের শেষ পৃষ্ঠায় আর ঠিকানা দেওয়া থাকবে না। তবে ইমিগ্রেশন আধিকারিকরা একটি বারকোড স্ক্যান করে আবেদনকারীর ঠিকানা সহজেই যাচাই করে নিতে পারবে। এই সিদ্ধান্ত আবেদনকারীর গোপনীয়তা রক্ষার জন্যই করা হচ্ছে।

৪) বাবা-মায়ের নাম উল্লেখ থাকবে না

আগে পাসপোর্টের শেষ পৃষ্ঠায় আবেদনকারীর বাবা-মায়ের নাম দেওয়া থাকতো। তবে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পাসপোর্টে আর বাবা-মায়ের নাম উল্লেখ করা থাকবে না। এই নিয়ম বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের জন্য সহায়ক হবে, যারা সিঙ্গেল প্যারেন্টের সন্তান বা তাদের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

৫) নতুন কালার কোডিং ব্যবস্থা

সরকারের নতুন নিয়ম অনুযায়ী, বিভিন্ন ধরনের পাসপোর্টের জন্য আলাদা রঙের কোডিং ব্যবস্থা চালু করা হচ্ছে। কূটনৈতিক নাগরিদকদের জন্য থাকবে লাল পাসপোর্ট, সরকারি আধিকারিকদের জন্য থাকবে সাদা পাসপোর্ট আর সাধারণ নাগরিকদের জন্য থাকবে নীল পাসপোর্ট। এর ফলে পাসপোর্টের ধরন এবং গুরুত্ব আরো স্পষ্ট হয়ে উঠবে সাধারণ মানুষের মধ্যে।

আরও পড়ুনঃ DA বাদ দিয়ে এবার নয়া দাবি! ফের আন্দোলনকারীদের নিশানায় রাজ্য সরকার

তাই যদি আপনি নতুন পাসপোর্ট করতে চান তাহলে অবশ্যই নতুন নিয়মগুলি মাথায় রাখুন। বিশেষ করে জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক, এই নিয়মটি খেয়াল রাখবেন। কারণ এটি না জানলে ভবিষ্যতে পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group