পার্কিং প্লেসের প্রমাণ ছাড়া আর কেনা যাবে না গাড়ি! নয়া নিয়ম পরিবহন দফতরের

Published on:

Parking Arrangement

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার আগে এবার জমা দিতে হবে প্রমাণ! সূত্রের খবর, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা (Parking Arrangement) আছে কিনা তার প্রমাণ দিতে জমা দিতে হবে এবার! এমনই এক চমক দেওয়া পরিকল্পনা সামনে এনেছে রাজ্যের পরিবহন মন্ত্রী। জানা যাচ্ছে, এই নীতি কার্যকর করলে রাস্তাঘাটের যানজট অনেকটাই কমানো সম্ভব হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী বলা হয়েছে এই নতুন নীতিতে?

জানিয়ে রাখি, এই ঘোষণা এসেছে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে। এক উচ্চপর্যয়ের বৈঠকের পর এই পরিকল্পনার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরিবহনমন্ত্রী জানিয়েছেন, আমরা শহরের জায়গা ব্যবস্থাপনার দিকে নজর রাখছি। নতুন করে গাড়ি রেজিস্ট্রেশনের সময় যদি সেই ক্রেতা গাড়ি রাখার নির্দিষ্ট পার্কিং স্পেসের প্রমাণ জমা দিতে না পারে, তাহলে সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে না।

এমনকি মন্ত্রী আরও জানিয়েছেন, শহরগুলির রাস্তায় বর্তমানে প্রচুর পরিমাণে চাপ পড়ছে। আর গাড়ির লোন পাওয়া সহজ হয়ে যাওয়ার ফলে প্রতিদিন অসংখ্য নতুন গাড়ি রাস্তায় নামছে। এর জেরে যানজট সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রসঙ্গত জানিয়ে রাখি, এটি দেশের মধ্যে প্রথম ঘটনা নয়। এর আগে চেন্নাইতেও এরকম নীতি চালু করা হয়েছে, যেখানে গাড়ি কেনার সময় পার্কিংয়ের প্রমাণ দেখানো বাধ্যতামূলক। ফলে রাস্তার ধারে বেআইনি পার্কিং অনেক অংশেই কমেছে। পাশাপাশি এক একটি এলাকা অনুযায়ী কত গাড়ি রাস্তায় চলতে পারবে, তাও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ ‘বাংলাদেশের দু’দুটি চিকেন নেকে হামলা চালাব’, এবার ভারত থেকে হুঁশিয়ারি

শহরের নিচে পার্কিং স্পেস

শুধু গাড়ি কেনায় নিষেধাজ্ঞা নয়, বরং রাজ্য সরকার সমাধানের দিকেও এগোচ্ছে। মুম্বাই অঞ্চলে বাড়তে থাকা পার্কিং সমস্যা মোকাবেলা করতে এবার রিক্রিয়াশনাল গ্রাউন্ড বা আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা আনার উদ্যোগ নিয়েছে নগর উন্নয়ন দপ্তর। আর এতে শহরের সবুজ এলাকা যেমন অক্ষত থাকবে, পাশাপাশি পার্কিং-এর জন্য জায়গাও থাকবে অঢেল।

তবে শুধু পার্কিং নয়, ট্রাফিক সমস্যার সমাধানেও রাজ্য সরকার বিরাট ভূমিকা নিচ্ছে। পরিবহনমন্ত্রী জানিয়েছেন, খুব শিগগিরই এবার পড ট্যাক্সি চালু করার পরিকল্পনা করছে সরকার। ইতিমধ্যেই তিনি ভদোদরায় গিয়ে একটি পড ট্যাক্সি প্রকল্প চালু করেছেন। এমনকি এটি বিশ্বের প্রথম কমার্শিয়াল প্রস্তুত সাসপেন্ডের পড কার ব্যবস্থা হতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group