এক ক্লিকেই বানান ট্রেন্ডিং Gemini ইমেজ, রইল প্রম্পট ও প্রসেস

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই একরকম ভাইরাল ছবির (Gemini Trending Image) ঝড় উঠে যাচ্ছে। হ্যাঁ, AI দিয়ে এই ছবি বানিয়ে রাতারাত ট্রেন্ডে গা ভাসাচ্ছে নেট নাগরিকরা। তবে আপনি যদি এখনো এই ছবি কীভাবে বানাবেন তা বুঝে উঠতে না পারেন, তাহলে আর চিন্তার কারণ নেই। কারণ আজ আমরা এই প্রতিবেদনে এরকম ভাইরাল ছবি বানানোর এ টু জেড টিপস এবং প্রম্পট দিয়ে দেবো। ফলে এক ক্লিকেই আপনি এরকম ছবি বানিয়ে ট্রেন্ডে গা ভাসাতে পারবেন।

কীভাবে বানাবেন এই ট্রেন্ডিং ছবি?

এর ট্রেন্ডিং ছবি বানাতে গেলে কোনও ঝামেলা পোহাতে হবে না। শুধুমাত্র আপনার স্মার্টফোন থেকে Google Gemini অ্যাপ্লিকেশন কিংবা ওয়েব ব্রাউজারের মাধ্যমে Gemini ওপেন করতে হবে।

  • নতুন ইউজার একটি ইমেইল আইডি দিয়ে লগইন করতে হবে।
  • এরপর নিজের গ্যালারি থেকে একটি ফটো আপলোড করে দিতে হবে।
  • এরপর আমরা নীচে কিছু প্রম্পট দিচ্ছি, তার মধ্যে যেকোনো একটি প্রম্পট লিখে “Generate Image” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • ব্যাস, কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনার ট্রেন্ডিং ছবি রেডি হয়ে যাবে।

ট্রেন্ডিং AI ছবির প্রম্পট

আমরা নীচে কিছু প্রম্পট দিলাম। সেগুলো দিয়ে খুব সহজেই আপনারা এই ট্রেন্ডিং ছবি বানাতে পারবেন এবং ট্রেন্ডের জোয়ারে গা ভাসাতে পারবেন।

প্রম্পট: Create a retro, vintage-inspired image – grainy yet bright – based on the reference picture. The girl should be draped in a perfect blue cotton saree with small white flower prints, paired with a white blouse with sleeves above the elbow, styled in a Pinterest-inspired aesthetic. The vibe must capture the essence of a 90s movie dark-brown-haired baddie, with silky hair and a small flower tucked visibly into her hair, enhanced by a windy, romantic atmosphere. She is sitting on a wooden bench as a few leaves blow in the air, while dramatic contrast add mystery and artistry to the scene, creating a moody yet enchanting cinematic effect. Her pose should suggest that she is reading a book.

প্রম্পট: Turn the picture Young woman draped in a sheer lavender saree, looking away thoughtfully. She stands in front of a rustic wooden door with peeling paint, illuminated by dramatic sunlight casting deep shadows. Her dark hair is styled with a flower tucked behind her ear, and a black blouse is visible beneath the translucent saree. The image has a moody, cinematic feel with warm tones and a focus on texture and contrast.

প্রম্পট: Create a retro, vintage, grainy yet HD-bright portrait based on the reference face. The girl is draped in a perfect black Pinterest-inspired retro saree, embodying the aura of an 80s movie baddie. Her caramel-brown, long wavy curls flow naturally with a small flower tucked into them, slightly damp from the rain, adding a soft, romantic touch. She stands in street.

প্রম্পট: Create in a perfect plain chiffon saree red color Pinteresty aesthetic retro saree. It must feel like a 90s movie dark brown wavy curly hair with a small flower tucked visibly into her curls and romanticising windy environment. The girl is standing against a solid wall deep shadows and contrast drama, creating anteresty mysterious and artistic atmosphere where the lighting is warm with a golden tones of evoking a sunset or golden hour glow. The background is minimalist and slightly textured the expression on her face is moody, calm yet happy and introspective.

সঙ্গে থাকুন ➥