সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) যাত্রীদের জন্য নতুন উপহার। এবার শুধুমাত্র এসি বা স্লিপার ক্লাসের যাত্রীরা নয়, বরং জেনারেল কোচের যাত্রীরাও খাবার ও জলের সুবিধা পাবে। হ্যাঁ, IRCTC ঘোষণা করেছে, নির্দিষ্ট কিছু ট্রেনের সাধারণ কোচে এবার মাত্র 80 টাকার বিনিময়েই মিলবে উন্নতমানের প্যাকেটজাত খাবার আর বিশুদ্ধ জল।
সাধারণ যাত্রীদের জন্য IRCTC-র স্পেশাল ট্রিট
নিত্য যাত্রার জন্য রেলই ভারতীয়দের মূল ভরসা। হ্যাঁ, ভারতীয় রেলের উপর নির্ভর করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই কোটি মানুষ যাত্রা করে। আর এর একটি বৃহৎ অংশ সাধারণ কোচের উপর নির্ভরশীল। এতদিন এইসব যাত্রীদের রেল যাত্রায় খাবারের জন্য স্টেশনের দোকান বা নিজের সঙ্গে আনা খাবারের উপরে নির্ভর করতে হত। তবে রেল কর্তৃপক্ষ এবার সেই ঝামেলা দূর করতে চলেছে।
কী থাকছে খাবারের তালিকায়?
IRCTC জানিয়েছে, মাত্র 80 টাকায় মিলবে সম্পূর্ণ ভেজ থালি, যার মধ্যে ডাল, ভাত, সবজি, রুটি, আচার, আর সঙ্গে চামচ ও টিস্যু পেপার থাকবে। তবে খাবারের পরিমাণ একজন যাত্রীর পেট ভরাতে যথাযথ হিসাবেই দেওয়া হবে। আর প্যাকিং হবে স্বাস্থ্যসম্মত ও উন্নত মানেরই। ঠিক যেমনটা এসি এবং স্লিপার ক্লাসের যাত্রীদের জন্য করা হয়।
To ensure wholesome, hygienic, and affordable meals for travelling passengers, an MoU was signed today in the presence of Sh. Sanjay Kumar Jain, CMD #IRCTC, between IRCTC and Touchstone Foundation (Akshaya Patra Kitchens).
Passengers can now enjoy nutritious vegetarian meals at… pic.twitter.com/wJrmmXTR4k
— IRCTC (@IRCTCofficial) July 22, 2025
কোন কোন ট্রেনে মিলছে এই সুবিধা?
আপাতত ছয়টি ট্রেনে এই পরিষেবা চালু করা হয়েছে। আর সেগুলি হল—গোমতী এক্সপ্রেস, কাইফিয়াত এক্সপ্রেস, অযোধ্যা এক্সপ্রেস, দারভাঙ্গা-নয়াদিল্লি ক্লোন এক্সপ্রেস, শ্রীগঙ্গানগর-নয়া দিল্লি ইন্টারসিটি এক্সপ্রেস এবং বারাউনি-লোনি এক্সপ্রেস। এই ট্রেনগুলোর সাধারণ কোচে যাত্রা করা যাত্রীরা সরাসরি নিজেদের সিটে বসেই IRCTC থেকে সাশ্রয়ী দামে খাবার এবং জল পাবে।
আরও পড়ুনঃ বিক্রি হয়ে যাচ্ছে ভারতের ফেভারিট হুইস্কি ব্র্যান্ড
তবে রেলের সূত্র মারফৎ জানা গিয়েছে, সাধারণ যাত্রীদের উৎসাহ দেখে এই পরিষেবা আরো বিস্তৃত পরিসরে চালু করার পরিকল্পনা রয়েছে। হয়তো আগামী দিনে এই পরিষেবা বারাণসী, গোরক্ষপুর এবং লখনৌ স্টেশনের ট্রেনগুলিতেও চালু করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই পদক্ষেপ সত্যিই নিত্য যাত্রীদের জন্য ইতিবাচক।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |