ই-স্কুটারে ২০ হাজার টাকা ভর্তুকি, ৫ লাখের দুর্ঘটনা বীমা! গিগ কর্মীদের জন্য ঘোষণা সরকারের

Published on:

Gig Workers

সৌভিক মুখার্জী, কলকাতা: তামিলনাড়ুর ডেলিভারি বয় থেকে শুরু করে বাইক, ট্যাক্সি চালক সহ সমস্ত প্ল্যাটফর্ম-ভিত্তিক গিগ কর্মীদের (Gig Workers) জন্য এবার দারুণ সুখবর সামনে আসলো। হ্যাঁ, রাজ্য সরকার ঘোষণা করেছে যে, ইলেকট্রিক স্কুটার কেনার জন্য এবার ভর্তুকি ও দুর্ঘটনার সুবিধা দেওয়া হবে। 

জানা গিয়েছে, এই পরিকল্পনার আওতায় প্রাথমিকভাবে 2000 নিবন্ধিত গিগ কর্মী এই স্কুটার কেনার জন্য 20 হাজার টাকা করে ভর্তুকি পাবে এবং 50 হাজার গিগ কর্মী 5 লক্ষ টাকা পর্যন্ত গ্রুপ অ্যাকসিডেন্ট ইন্সুরেন্স পাবে।

ই-স্কুটার ভর্তুকির পরিকল্পনা

জানিয়ে রাখি, এই ই-স্কুটার কেনার জন্য মোট 4 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এখানে শুধুমাত্র নিবন্ধিত গিগ কর্মীরাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আর আবেদন করার জন্য tnuwwb.tn.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল পরিবেশবান্ধব পরিবহনকে আরো উৎসাহিত করে তোলা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

পাওয়া যাবে দুর্ঘটনা বীমার সুবিধা

যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে, তাহলে মৃত্যু বা সম্পূর্ণ অক্ষমতার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা মিলবে। পাশাপাশি আংশিক অক্ষমতা অর্থাৎ হাত-পা হারানোর ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা পর্যন্ত এবং অন্যান্য স্থায়ী অক্ষমতায় 1.25 লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাওয়া যাবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তবে এক্ষেত্রে বছরে প্রতি কর্মীকে মাত্র 105 টাকা করে প্রিমিয়াম জমা দিতে হবে। আর এই প্রিমিয়াম জমা নেবে তামিলনাড়ু প্ল্যাটফর্ম ভিত্তিক গিগ ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড। পাশাপাশি বীমা সংস্থা নির্ধারণ হবে মূলত উন্মুক্ত দরপত্রের মাধ্যমে, যেখানে প্রতিবছর সর্বনিম্ন দর অনুযায়ী বীমার অঙ্ক পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, এই পরিকল্পনাগুলি 2025-26 অর্থবর্ষের বাজেটের মধ্যেই তামিলনাড়ুর অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, যার মূল লক্ষ্য হল গিগ কর্মীদের আর্থিক নিরাপত্তা এবং পরিবহন খাতে টেকসই প্রযুক্তির ব্যবহারকে আরও বাড়িয়ে তোলা।

আরও পড়ুনঃ এবার লাইসেন্স, গাড়ির নম্বরের সাথে করতে হবে আধার লিঙ্ক! পদ্ধতি জানাল পরিবহন দপ্তর

কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সুবিধা

তবে এক্ষেত্রে গিগ কর্মীরা চাইলে ই-শ্রম পোর্টালে নাম নিবন্ধন করে কেন্দ্রীয় সরকারের অন্যান্য সুবিধাও নিতে পারে। হ্যাঁ, তাঁরা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার দরুন প্রতি মাসে 3000 টাকা পেনশন এবং ই-শ্রম কার্ডের জন্য আধার কার্ড দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশে 30 কোটির বেশি ই-শ্রম কার্ড ইস্যু করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥