সৌভিক মুখার্জী, কলকাতা: এই বসন্তের মরসুমে ভ্যাঁপসা গরমে নাজেহাল গোটা দেশবাসী। প্রচন্ড গরমে এসির হওয়া যেন কষ্টকর হয়ে উঠছে। আবার অনেকের বাড়িতে পুরনো এসি তেমন ঠান্ডা করতে পারছে না। আর নতুন AC কেনার টাকাও পকেটে জুটছে না। তাই এই সমস্যা সমাধান করতে কেন্দ্র সরকার এক বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো। এবার পুরনো এসি বদল (AC Exchange Offer) করলে মিলবে মোটা অংকের ইন্সেন্টিভ বা ভর্তুকি! কিন্তু কীভাবে? জানতে হলে সম্পূর্ণ পড়ুন।
কেন এই স্কিম?
কেন্দ্র সরকারের মূল উদ্দেশ্য হলো, বিদ্যুৎ সাশ্রয় করা এবং শক্তি ব্যবহারের ক্ষমতাকে আরো বাড়ানো। পুরনো এসিগুলি বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে। ফলে বিদ্যুতের চাহিদা দিনের পর দিন বাড়ছে। অন্যদিকে ফাইভ স্টার রেটিং এর নতুন এসি অনেক কম বিদ্যুৎ খরচ করে। আর সেজন্যেই কেন্দ্র সরকার এই নতুন সিদ্ধান্তের পথে হাঁটছে।
কাদের জন্য এই সুযোগ?
জানিয়ে রাখি, যাদের এসি ৮ বছর বা তার বেশি পুরনো তারাই একমাত্র এই স্কিমের আওতায় পড়বেন। পুরনো এসি বদল করে নতুন ফাইভ স্টার এসি কিনলেই মিলবে এই বিশেষ সুবিধা। তাই আপনার বাড়ির এসির বয়স যদি ৮ বছর বা তার বেশি হয়, তাহলে আপনার জন্য সেরা সুযোগ।
কীভাবে পাবেন এই সুবিধা?
সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে, মূলত তিনভাবে এই ইন্সেন্টিভ দেওয়া হবে। প্রথমত, পুরনো এসি বিক্রি করলে একটি সার্টিফিকেট পাওয়া যাবে। যা দেখে নতুন এসি একদম কম দামে কেনা যাবে। দ্বিতীয়ত, পুরনো এসি জমা দিলে নতুন এসির দামে ছাড় দেবে বিভিন্ন এসি কোম্পানি। তৃতীয়ত, নতুন ফাইভ স্টার এসি কিনলে বিদ্যুৎ খরচ কমার পাশাপাশি সরকার থেকে ইলেক্ট্রিক বিলেরও ছাড় দেওয়া হবে।
কোন কোম্পানিগুলির সঙ্গে কাজ করবে সরকার?
যেমনটা জানা যাচ্ছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কেন্দ্রীয় সরকার Blue Star, Godrej, Havells, LG, Voltas, Samsung-এর মত বড় বড় এসি নির্মাতা সংস্থাগুলির সঙ্গে হাতে হাত মিলিয়েছে। অর্থাৎ, এই সমস্ত কোম্পানির এসি কিনলেই মিলবে এই বিশেষ সুবিধা।
ভারতে এসির চাহিদা আকাশছোঁয়া
ভারতে দিনের পর দিন এসির ব্যবহার বেড়ে চলেছে। এক হিসাব বলছে, ২০২১-২২ সালে মোট ৮৪ লক্ষ এসি বিক্রি হয়েছিল। আর ২০২৩-২৪ সালে সেই সংখ্যা ১ কোটি ৯ লক্ষে পৌঁছেছে। আর এই সংখ্যা আগামী বছর আরো বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তাই বিদ্যুৎ খরচ কমাতে এবং শক্তি অপচয় রোধ করতে নতুন ফাইভ স্টার এসি ব্যবহারে উৎসাহ দিচ্ছে কেন্দ্র সরকার।
আরও পড়ুনঃ নববর্ষ থেকে গুড ফ্রাইডে! একাধিক ছুটি এপ্রিলে, দেখে নিন তালিকাগুলি
তাই যদি আপনার বাড়ির এসিটি অনেক পুরনো হয়ে গিয়ে থাকে, তাহলে এবারে সঠিক সিদ্ধান্ত নিন। কারণ সরকারের এই ভর্তুকির সুযোগ নিয়ে কম খরচে মিলছে নতুন ফাইভ স্টার এসি, যা থেকে বিদ্যুতের বিলও সাশ্রয় করতে পারবেন। কারণ গরমের হাত থেকে বাঁচার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |