সপ্তাহে একদিন অতিরিক্ত ছুটি, পুলিশ কর্মীদের জন্য বড় ঘোষণা

Published on:

up police

সৌভিক মুখার্জী, কলকাতা: রাত দিন এক করে কাজ করতে হয় তাদের। ছুটি নেই বললেই চলে। হ্যাঁ, সবকিছু ছেড়ে দেশের নিরাপত্তা বজায় রাখে এই পুলিশকর্মীরা। তবে এত পরিশ্রমের পরেও তাদের জীবনে ছুটি (Weekly Off) নামক শব্দটি খুবই ক্ষীণ। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কারণ পুলিশ কর্মীদের জন্য সামনে এল বিরাট স্বস্তির খবর।

সম্প্রতি উত্তরপ্রদেশের ডিজিপি রাজিব কৃষ্ণ জানিয়েছেন, রাজ্যের সমস্ত পুলিশদের জন্য খুব শীঘ্রই সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করা হচ্ছে। গত মঙ্গলবার রাতে বারাণসী থেকে লখনৌ ফেরার পথে পুলিশ ট্রেনিং সেন্টারে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বড়সড় ঘোষণা করেন। 

কেন এতদিন ছুটি দেওয়া হচ্ছিল না?

আসলে এই পরিকল্পনার কথা অনেক আগে থেকেই আলোচনায় ছিল। তবে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পুলিশ বাহিনীতে জনবল সংকট। এমনকি অপরাধ নিয়ন্ত্রণের জন্য প্রায় 24 ঘন্টা ডিউটি দিতে হচ্ছিল তাদের।

আরও পড়ুনঃ PAN কার্ডের জন্য নয়া নিয়ম, জুলাই থেকে ক্রেডিট কার্ডের নিয়ম বদলাচ্ছে SBI সহ ৩ ব্যাঙ্ক

আর এই পরিস্থিতিতে কোনও পুলিশ কর্মী ছুটিতে গেলে রাজ্যের সামরিক ব্যবস্থ ধুঁকত বলেই মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ। এমনকি এক কর্মীর কাজের চাপ পড়তো অন্যান্য কর্মীদের উপর। আর এবার নতুন নিয়োগের ফলে এই চাপ কমবে এবং সপ্তাহে একদিন বিশ্রামের সুযোগ পাবে তারা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ডিজিপি’র বক্তব্য অনুযায়ী, এই ছুটি চালু হলে পুলিশ কর্মীরা আরও শারীরিকভাবে এবং মানসিকভাবে চনমনে থাকবে। পাশাপাশি কাজের প্রতি আরও উৎসাহ বাড়বে। এ বিষয়ে রাজীব কৃষ্ণ জানিয়েছেন, খুব শীঘ্রই ছুটির প্রক্রিয়া শুরু হবে। আর পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় এই ছুটির ব্যবস্থা কার্যকর হবে। প্রশাসনিক স্তরে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥