ভয়ঙ্কর ট্র্যাফিক জ্যামে ৬ ঘণ্টা মহিলার সঙ্গ দিলেন Rapido ড্রাইভার, নিলেন না অতিরিক্ত চার্জও

Published:

Gurgaon traffic jam a women with rapido cab driver for 6 hours
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা বৃষ্টির জের জল যন্ত্রণার ছবি ধরা পড়েছে দেশের একাধিক রাজ্যে। জমা জলে রাস্তায় বেড়েছে জ্যাম। যানজটের মধ্যে চরম ভোগান্তি পোহাতে হয়েছে চালকদের। আর সেই লাল তালিকায় একেবারে শুরুতেই নাম উঠে এল হরিয়ানার গুরগাঁওয়ের।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিগত দিনগুলিতে হরিয়ানার গুরগাঁওয়ে একটানা বৃষ্টিপাতের কারণে জলে ডুবে গিয়েছে শহরের একাধিক রাস্তা (Gurgaon Traffic Jam)। গত সোমবার সেই ছবি ভেসে আসে সোশ্যাল মিডিয়ায়। একই সাথে ফুটে ওঠে যানজটের ছবিও। জেলা কর্মকর্তাদের মতে, এদিন বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টার মধ্যে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, যা রেকর্ড। আর সে কারণে শহরের বেশ কিছু অংশে 7 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।

যানজটের মাঝেই নতুন অভিজ্ঞতার কথা ভাগ করলেন এক মহিলা যাত্রী

গত সোমবার, ভারী বৃষ্টিপাতের কারণে গুরগাঁওয়ের হিরো হোন্ডা চক, প্যাটেল নগর এবং সিগনেচার ব্রিক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুট ব্যাপক জলমগ্ন হয়ে পড়ে। জল যন্ত্রণার মধ্যেই দ্বারকা এক্সপ্রেসের সার্ভিস লেনও বন্ধ হয়ে যায়। যার কারণে মেইন রোড সহ শহরের একাধিক রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। এদিন কয়েক মিনিটের রাস্তা পার করতে ছয় থেকে সাত ঘন্টা সময় লেগে যায় যাত্রীদের। আর সেই জল যন্ত্রণার চিত্রকে সামনে রেখে তীব্র যানজটের মধ্যেও এক মধুর অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দীপিকা নারায়ণ ভরদ্বাজ নামক এক মহিলা।

অবশ্যই করুন: বড় সুযোগ ভারতের, ৫ বছরে ৩০ লক্ষ কর্মী নিয়োগ করতে চায় রাশিয়া! নেপথ্যে বড় কারণ

সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে ওই মহিলা যাত্রী লেখেন, মিনিটখানেকের পথ পেরোতে তাঁর সময় লেগে যায় 6 ঘন্টা। জানা যায়, অ্যাপ ক্যাব বুক করেছিলেন তিনি। এবার সেই ক্যাব চালককেই তাঁর কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানালেন ওই মহিলা। এক্স হ্যান্ডেলে গুরগাঁওয়ের জল যন্ত্রণা ও যানজটের ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে ওই মহিলা লিখেছেন, হাই রেপিডোর বাইক অ্যাপ। আমি আপনার ড্রাইভার পার্টনার মিস্টার সুরজ মৌর্যকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। গুরগাঁও ট্রাফিকের কারণে তিনি আমাকে 6 ঘন্টারও বেশি সময় সঙ্গ দিয়েছেন। এমন সমস্যা সত্বেও বিন্দুমাত্র অভিযোগ করেননি।

ওই মহিলা আরও লেখেন, কোনও রকম বিরক্তি প্রকাশ না করেই বিনয়ের সঙ্গে ওই চালক তাঁকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এমনকি, ক্যাব চালককে তাঁর আচরণের পুরস্কার বাবদ কিছু বেশি অর্থ দেওয়ার কথা বললে তিনি নাকি জানান, এটা আপনার মর্জি। গুরগাঁওয়ের তীব্র যানজটের মাঝে ক্যাব চালকের সাথে ওই মহিলা যাত্রীর অভিজ্ঞতার কথা এখন ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে।

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join