এবার ৯ ক্যারেট সোনাতেও বসবে হলমার্ক, নয়া নিয়ম আনল কেন্দ্র সরকার

Published on:

9 Karat Gold

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা প্রেমীদের জন্য বিরাট সুখবর নিয়ে এল কেন্দ্র সরকার। এবার 9 ক্যারেট সোনাও (9 Karat Gold) বাধ্যতামূলকভাবে হলমার্কিং-র আওতায় আনা হয়েছে। হ্যাঁ, চলতি বছরের জুলাই মাস থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে BIS। এর ফলে সোনার গয়নার খাঁটি মান নিয়ে গ্রাহকদের মধ্যে এতদিন যে অনিশ্চয়তা ছিল, তা সম্পূর্ণ দূর হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এখন থেকে 9 ক্যারেট সোনাতেও হলমার্ক

আসলে এতদিন পর্যন্ত 14 ক্যারেট, 18 ক্যারেট, 22 ক্যারেট, 23 ক্যারেট এবং 14 ক্যারেট সোনাগুলি হলমার্কিং-র আওতায় ছিল। তবে ET-র রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, এবার সেই তালিকায় যুক্ত হল 9 ক্যারেট সোনা। এর মানে প্রতি 1000 গ্রামে 375 গ্রাম বিশুদ্ধ সোনা থাকলে সেটিকে 9 ক্যারেট হিসেবে মানা হবে। BIS-র নিয়ম অনুযায়ী, এবার সমস্ত জুয়েলারি প্রস্তুতকারক এবং হলমার্কিং সেন্টারগুলিকে এই নতুন ক্যাটাগরির সঙ্গে সামঞ্জস্য থেকেই সোনা বিক্রি করতে হবে।

বলে দিই, 9 ক্যারেট সোনার পাশাপাশি 24 ক্যারেট, 23 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট এবং 14 ক্যারেটের গয়নাগুলিও হলমার্কিং-র আওতায় থাকবে। তবে গোল্ড ঘড়ি এবং কলমকে এবার থেকে আর গয়নার সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা যাবে না। শুধুমাত্র মিন্ট বা রিফাইনারিতে তৈরি 24 ক্যারেটের সোনার কয়েনকেই বৈধভাবে স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু এগুলির কোনোরকম লিগাল টেন্ডার ভ্যালু থাকবে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কীভাবে চিনবেন হলমার্ক সোনা?

প্রসঙ্গত, হলমার্ক সোনার গয়না চেনার জন্য কিছু বিশেষ নম্বর রয়েছে। যেমন 24 ক্যারেট সোনা, অর্থাৎ 99.99 শতাংশ বিশুদ্ধ সোনা থাকবে এতে। আর এই গয়নার গায়ে লেখা থাকবে 999। 23 ক্যারেট সোনার গায়ে লেখা থাকবে 958, 22 ক্যারেট সোনার গায়ে লেখা থাকবে 916, 20 ক্যারেট সোনার গায়ে লেখা থাকবে 833, 18 ক্যারেট সোনার গায়ে লেখা থাকবে 750, 14 ক্যারেট সোনার গায়ে লেখা থাকবে 585 এবং 9 ক্যারেট সোনার গায়ে লেখা থাকবে 375।

আরও পড়ুনঃ ফের বাড়ল সোনার দাম, ১৬৫০ টাকা ঊর্ধ্বগতি রুপোর বাজার! আজকের রেট

বলে দিই, এই হলমার্কিং মানেই কোনও গয়নায় ব্যবহৃত মূল্যবান ধাতুর খাটি মাত্রা। এটি BIS Act, 2016 অনুযায়ী নির্ধারিত হয়। আর এতে গ্রাহক নিশ্চিত থাকে যে, তিনি যে মূল্যের সোনা কিনেছে, তা সত্যিই নির্ভরযোগ্য ক্যারেট, অর্থাৎ বিশুদ্ধ কিনা। তবে আগে 9 ক্যারেট সোনার গয়নায় এই সার্টিফিকেট না থাকার ফলে গ্রাহকরা সমস্যায় পড়তো, কিন্তু এবার সেই বিপাকের ইতি টেনেছে কেন্দ্র সরকার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group