সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ (Viral Audio Clip) ছড়িয়ে পড়েছে, যা গোটা দেশের টনক নাড়িয়ে দিয়েছে। ওই অডিওতে শোনা যাচ্ছে, HDFC ব্যাঙ্কের এক মহিলা ঋণ আদায়ের জন্য ফোন করে CRPF জওয়ানকেই কুরুচিকর ভাষায় অপমান করছেন। এমনকি অকথ্য গালাগালি করছে। পাশাপাশি ওই সিআরপিএফ জাওয়ানকে অশিক্ষিত বলেও কটাক্ষ করেছেন এবং তাঁর চাকরিকেও হেয় করেছেন। মুহূর্তের মধ্যেই সেই অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ।
চরম ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়
ওই অডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে। এক্স হ্যান্ডেল বহু মানুষ লিখছে, দেশের সুরক্ষার জন্য জীবন বাজি রাখা সেনাদেরকে এভাবে অপমান করা হচ্ছে। কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অনেকেই।
নেট নাগরিকরা হ্যাশট্যাগ #BoycottHDFC এবং #RespectOurJawans দিয়ে দ্রুত ট্রেন্ড করতে শুরু করে ওই পোস্ট। এক ব্যবহারকারী লিখেছেন, এটি সরাসরি দেশবিরোধী আচরণ। সেনাদের প্রতি অসম্মান কোনওভাবেই সহ্য করা যাবে না। আমাদের জওয়ানরা দেশের গর্ব। তাদেরকে অবমাননা মানেই গোটা জাতির অবমাননা।
আরও পড়ুনঃ পুজোর আগে বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে, ৪৯ হাজার কিউসেক জল ছাড়ল DVC
HDFC ব্যাঙ্কের জবাব
এদিকে বিতর্ক বাড়তে থাকায় HDFC ব্যাঙ্ক দ্রুত একটি বিবৃতি প্রকাশ করেছে। ব্যাঙ্ক দাবি করছে, ওই মহিলা তাদের কর্মী নন। এমনকি বিবৃতিতে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে এক মহিলাকে সিআরপিএফ জওয়ানকে অশালীন ভাষায় কথা বলতে দেখা গিয়েছে। বহু পোস্টে তাকে HDFC ব্যাঙ্কের কর্মী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আমরা স্পষ্ট করতে চাই যে, ওই মহিলা আমাদের কোনও কর্মী নন। ওই আচরণ আমাদের নীতির সঙ্গে কোনওভাবেই খাপ খায় না।
Clarification. pic.twitter.com/YjS1F17Zf3
— HDFC Bank (@HDFC_Bank) September 19, 2025
যদিও ওই জওয়ানের পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভাইরাল অডিও ক্লিপটির সত্যতা যাচাই করা হবে এবং ওই মহিলার পরিচয় নিশ্চিত করার জন্য তদন্ত চালানো হচ্ছে।