রোহিত কন্যার স্কুল ফি-র টাকায় কেনা যাবে বিলাসবহুল গাড়ি! অঙ্ক জানলে ভিমড়ি খাবেন

Published:

How much is Rohit Sharma's daughter's school fees? Find out
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটার থেকে শুরু করে সিনেমা পাড়ার কলাকুশলী, সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ নেই এমন ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর। ভারতীয় সেলিব্রিটিদের পাশাপাশি তাঁদের পরিবার নিয়েও যথেষ্ট কৌতূহল রয়েছে ভক্ত-সমর্থকদের মধ্যে। সেই তালিকার উজ্জ্বল নাম ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

হিটম্যানের বাৎসরিক আয় থেকে শুরু করে বিলাস বহুল গাড়ির সংখ্যা, মোট সম্পদ এমনকি মেয়ে সামাইরার স্কুল ফি নিয়েও জানার আগ্রহ রয়েছে রোহিত ভক্তদের। আর সেই সূত্র ধরেই জানা গিয়েছে, রোহিত কন্যার স্কুলের বাৎসরিক/মাসিক ফি সম্পর্কে। বছরে কত টাকা গুনতে হয় বাবা রোহিতকে? অঙ্ক জানলে চোখ উঠবে কপালে।

কোন স্কুলে পড়েন রোহিত কন্যা?

2003 সালে মুম্বইয়ে মুকেশ ঘরণী নিতা আম্বানির হাত ধরে পথচলা শুরু হয় ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের। এই বিদ্যালয়ের পরিবেশ ও পড়াশোনার গুণগতমান দেখেই ছেলে আব্রামকে ভর্তি করেছিলেন বলিউড বাদশহ শাহরুখ খান।

কিং খানের পাশাপাশি অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা থেকে শুরু করে সইফ আলি খান ও কারিনা কাপুর খানের দুই ছেলে তৈমুর ও জেহও এই স্কুলেই পড়ে। জানিয়ে রাখি, টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মার মেয়ে সামাইরাও এই বিদ্যালয়েরই ছাত্রী।

অবশ্যই পড়ুন: রিঙ্কুর সাথে অন্যায় করাই হল কাল, নিজেদের পায়েই কুড়ুল মারল KKR

মেয়ের লেখাপড়ায়(স্কুলে) কত খরচ হয় রোহিতের?

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ফি একেবারে গগনচুম্বি। জানা গিয়েছে, 2023-24 শিক্ষাবর্ষে নার্সারি অথবা কিন্ডারগার্ডেনে ভর্তি হতে অভিভাবকদের গুনতে হয়েছিল 14 লাখ টাকা।

সেই হিসেবেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকেও মেয়ে সামাইরার ভর্তির সময় সেই সমপরিমাণ অর্থ গুনতে হয়েছে। জানিয়ে রাখি, মুম্বইয়ের এই নামি বিদ্যালয়ে মূলত দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয়। জানা গিয়েছে ক্লাস 12-এর ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্কুলটির ফি নাকি 20 লাখেরও বেশি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join