রান্না ঘরের দু’টাকার উপকরণেই বাথরুম হবে চকমকে

Published:

dirty commode bathroom
Follow

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ বাড়ির মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বাথরুমটাকে (Bathroom)। কারণ অপরিষ্কার বাথরুম সবসময় অস্বাস্থ্যকর পরিবেশের সমান। এছাড়াও অপরিষ্কার বাথরুম থেকে বাড়ির সকল সদস্যদের অসুস্থ হবার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষ করে বাথরুমের কমোড। কমোডে যদি কোনো প্রকার দাগ থাকে তবে বাড়িতে আশা অতিথিদের কাছেও যথেষ্ট লজ্জার বিষয়ে। আমরা অনেকেই জেনে থাকি যে কমোডে হলুদ রঙের দাগটা এক প্রকার শ্যাওলা। এই শ্যাওলা থেকেই ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি পায়। ফলে তা চরম অস্থিরতার সৃষ্টি করে। এছাড়াও নিয়মিত টয়লেট পরিষ্কারের অভাবে মশার উপদ্রব বেড়ে ওঠে।

বাজারে অনেক ধরনের টয়লেট ক্লিনার পাওয়া যায়। কিছু ভালো পরিষ্কার হয় আবার কিছু কোনোমতে পরিষ্কার হয়। সেগুলোর মূল্য যথেষ্ট। কিন্তু আপনারা কি জানেন আপনার রান্না ঘরের নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী দিয়ে খুব সহজেই আপনার টয়লেটটি পরিষ্কার করা সম্ভব? আসুন জেনে নি রান্না ঘরের কোন কোন উপকরণ দিয়ে বাথরুম সহজেই পরিষ্কার করা যায়।

লবঙ্গ ও রসুন দিয়ে পরিস্কার রাখুন বাথরুম

সকলের রান্না ঘরেই লবঙ্গ ও রসুন থাকেই। এর সাহায্যেই আপনারা আপনাদের বাথরুম পরিষ্কার করতে পারবেন।

রসুনের গন্ধ পোকামাকড় এর জম। এছাড়াও রসুনের তীব্র গন্ধে আরশোলা থেকে শুরু করে বিভিন্ন ধরণের ক্ষতিকর ব্যাকটেরিয়াও দূর হয়। আসুন জেনে নি রসুন কি ভাবে ব্যবহার করলে আপনার টয়লেটটি পরিষ্কার থাকবে।

রসুনের উপকারিতা

রসুনের তীব্র গন্ধের কারণ হল রসুনে থাকে অ্যালিসিন নামক জৈব রাসায়নিক যৌগ। বাথরুমের ক্ষতিকর ব্যাকটেরিয়ার নাশের জন্য রসুনের একটা কোয়াই যথেষ্ট। কমোড পরিষ্কার করার জন্য আপনার কমোডে এক কোয়া রসুন ফেলে দিন। কিন্তু ফ্ল্যাশ করবেন না। এইভাবেই একটা গোটা রাত রেখে দিন। এছাড়াও রসুনের কোয়ার সাথে কয়েকটা লবঙ্গও ফেলে রাখতে পারেন। এছাড়াও একটি পাত্রে অল্প গরম জল করে তাতে কয়েক কোয়া রসুন দিয়ে দিন। দেখবেন বাথরুমের ক্ষতিকর ব্যাকটেরিয়ার খুব সহজেই মিটে যাচ্ছে।

ভিনিগার ও বেকিং সোডা

রসুন ছাড়াও রান্না ঘরের দুটো জিনিসের সাহায্যে আপনি আপনার টয়লেটটি পরিষ্কার করে নিতে পারেন। একটি হলো ভিনিগার এবং অপরটি হলো বেকিং সোডা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join