প্রকাশ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ, নোটিশ দিল WBCHSE

Published on:

higher secondary practical exam date

শ্বেতা মিত্র, কলকাতাঃ মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক, জীবনের এই দুটি বড় পরীক্ষা নিয়ে সকলের মধ্যেই এক চাপা উৎকণ্ঠা কাজ করে। সিলেবাস শেষ হবে কিনা, পরীক্ষা ঠিকঠাক হবে না, মার্কশিট গুছিয়ে রাখা ও আরও অন্যান্য জিনিস নিয়ে পরীক্ষার্থীদের টেনশনের শেষ থাকে না। যাইহোক, বছর ঘুরলেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা। সকলের প্রস্তুতিও তুঙ্গে রয়েছে বৈকি। তবে আজ কথা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে। আলোচনা করা হবে কবে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিকাল পরীক্ষা রয়েছে সেটা নিয়ে। আপনার সন্তানও কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে? তাহলে আজকের এই প্রতিবেদনটি ঝটপট পড়ে ফেলুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিকাল পরীক্ষা

একদিকে যখন লক্ষ লক্ষ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তখন সকলের মধ্যে একটা প্রশ্ন বারবার চাগার দিয়ে উঠছে আর সেটা হল কবে সংঘটিত হবে উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা? আপনার এবং আপনার সন্তানেরও যদি একই জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র রইল আপনাদের জন্য। উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি দেখে রীতিমতো সকলেই চমকে উঠেছে।

বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুই বড় পরীক্ষারই টেস্ট পরীক্ষা চলছে। আবার কিছু স্কুলে হয়তো কিছুদিন পরে এই পরীক্ষা নেওয়া হবে। আর এই পরীক্ষাগুলির শেষ হলেই শুরু হয়ে যাবে প্র্যাকটিকাল পরীক্ষা এবং প্রজেক্ট পরীক্ষার দিন। আজ এই দুই পরীক্ষার দিন নিয়েই মূলত আলোচনা করা হবে। আপনাদের জানিয়ে রাখি, প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে। আর সেটি চলবে ২০ ডিসেম্বর অবধি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কবে হবে প্রজেক্ট পরীক্ষা?

এবার জেনে নেওয়া যাক প্রজেক্ট পরীক্ষা কবে হবে। শিক্ষা সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্র্যাকটিক্যালের পাশাপাশি এই প্রজেক্ট পরীক্ষাও শুরু হবে ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে। আর সেটি চলবে ২০ ডিসেম্বর অবধি। এরপর মার্কস জমা দেওয়া শুরু হবে ৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ অবধি আর পরীক্ষাগুলি হবে স্কুলেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group