সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী 15 নভেম্বর থেকে দেশের টোল প্লাজাগুলিতে বিরাট পরিবর্তন আসছে। জানা যাচ্ছে, এবার থেকে যদি আপনার গাড়িতে বৈধ FASTag না থাকে, তাহলে তার জন্য মোটা অংকের জরিমানা দিতে হবে। এমনকি যদি আপনি UPI ব্যবহার করে টাকা দেন, তাহলে স্বাভাবিকের থেকে 1.25 গুন টাকা বেশি দিতে হবে। আর ক্যাশ টাকা দিলে দিতে হবে দ্বিগুণ ফি। তবে কেন এই নিয়ম আনা হচ্ছে এবং কারা প্রভাবিত হবেন? বিস্তারিত জেনে নেব আজকের এই প্রতিবেদনে।
কী বদল আসছে নতুন নিয়মে?
সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, 2025 সালের 1 নভেম্বর থেকে টোল পেমেন্টের নতুন নিয়ম কার্যকর হবে। আর এই নতুন নিয়ম অনুযায়ী, আপনি যদি নগদে টাকা দেন, তাহলে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি ইউপিআই-এর মাধ্যমে টাকা দেন, তাহলে 1.25 গুন বেশি টাকা দিতে হবে। উদাহরণস্বরূপ, যদি FASTag ব্যবহারকারী কোনও গাড়ির টোল ট্যাক্স 100 টাকা হয়, তাহলে নগদ দিলে 200 টাকা দিতে হবে। আর ইউপিআই দিয়ে পেমেন্ট করলে 125 টাকা দিতে হবে।
কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?
আসলে সরকারের মূল লক্ষ্য ডিজিটাল পেমেন্টকে বাড়ানো ও উৎসাহিত দেওয়া। পাশাপাশি নগদ লেনদেনের চাহিদা দিনের পর দিন কমানোও সরকারের টার্গেট। পরিবহণ মন্ত্রক মনে করছে, নতুন নিয়মের মূল উদ্দেশ্য FASTag ব্যবহার না করা গাড়ি চালকদের ডিজিটাল পেমেন্টের দিকে উৎসাহিত করে তোলা। আর হাতে টোল প্লাজার ভিড় অনেকটাই কমবে এবং সময় বাঁচবে।
প্রসঙ্গত, গত 15 আগস্ট থেকে FASTag অ্যানুয়াল পাস চালু হয়েছে। FASTag ব্যবহারকারীদের সুবিধার জন্যই মূলত কেন্দ্র সরকার এই পাস চালু করেছে। এই পাস একবার নিলে পুরো এক বছর বা 200টি টোল ট্যাক্স সম্পূর্ণ বিনামূল্যে কাটানো যাবে। এককালীন 3000 টাকা দিলেই এই পাস নিতে পারবেন। ফলে ঘনঘন টোল পার করার সময় দাঁড়াতে হবে না।
আরও পড়ুনঃ সোমবার পূর্ব দিকে অগ্রসর, ঘূর্ণিঝড় শক্তি নিয়ে নয়া আপডেট আবহাওয়া দফতরের
নতুন নিয়মে কী লাভ হবে?
সরকার মনে করছে, এই নতুন নিয়মে টোল প্লাজায় নগদ লেনদেন অনেকটাই কমবে এবং ডিজিটাল লেনদেনের চাহিদা বাড়বে। পাশাপাশি যানজট কমবে, আর টোল ব্যবস্থায় আরও স্বচ্ছতা ফিরে আসবে। তবে অনেকে মনে করছে, এই নিয়ম FASTag ছাড়া গাড়ি চালকদের জন্য বাড়তি বোঝা সৃষ্টি করবে। যদিও সবটা এখন সময় বলবে।