সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে, যা গাড়ির মালিকদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। হ্যাঁ, আদালত জানিয়েছে, (Supreme Court On Road Tax) এখন থেকে শুধুমাত্র সেই সমস্ত গাড়ির উপর রোড ট্যাক্স বসানো হবে, যেগুলি ব্যবহার হচ্ছে কিংবা পাবলিক রোডে চলছে। মোদ্দা কথা, আপনার গাড়ি যদি ঘরের গ্যারেজে, ফ্যাক্টরির ভেতরে বা কোনও ব্যক্তিগত প্রাঙ্গনে রাখা থাকে এবং পাবলিক রোডে ব্যবহার না করেন, তাহলে সেই গাড়ির উপর কোনোভাবেই আর ট্যাক্স নিতে পারবে না সরকার।
রোড ট্যাক্স নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের এক মামলার প্রেক্ষিতে গতকাল সুপ্রিম কোর্ট এই রায়ের পথে হেঁটেছে। উল্লেখ্য, বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের ভেতরে কাজ করা এক লজিস্টিক কোম্পানি তাদের ৩৬টি যানবাহন শুধুমাত্র প্ল্যান্টের ভিতর রেখে দিত। আর এই গাড়িগুলি পাবলিক রোডে চলত না এবং সিআইএসএফের সংরক্ষিত এলাকাতেই ব্যবহার করা হত। এরপর কোম্পানি রাজ্য সরকারের কাছে রোড ট্যাক্স মুকুবের জন্য আবেদন করেছিল। তবে সেই বিষয়টি নিয়ে বিতর্ক ছড়াতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সংস্থা। এখন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যেহেতু ওই স্থান পাবলিক প্লেস নয়, তাই গাড়িগুলির উপর কোনোভাবে ট্যাক্স বসানো যাবে না।
প্রসঙ্গত, প্রতি বছর লক্ষ লক্ষ গাড়ি মাসের পর মাস গ্যারেজে অচল অবস্থায় থাকে। আর এই তালিকায় ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, বাস সবই রয়েছে। এর আগে এমন গাড়ির উপরেও রোড ট্যাক্স দিতে হত। তবে সুপ্রিম কোর্টের এই রায়ের পর যদি গাড়ি অচল অবস্থায় রাখা হয়, তাহলে মালিকরা ট্যাক্স মুকুব পেতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনার গাড়ি এক বছর না চালিয়ে রেখে দেন, তাহলে সেই এক বছরের জন্য আর কোনো ট্যাক্স লাগবে না।
আরও পড়ুনঃ তামিলনাড়ুতেও বাঙালি হেনস্থা? মর্মান্তিক পরিণতি দেগঙ্গার পরিযায়ী শ্রমিকের!
কোন কোন রাজ্যে প্রযোজ্য হচ্ছে এই নিয়ম?
যদিও এই নিয়ম শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ মোটর ভেহিকেল ট্যাক্স অ্যাক্টের (১৯৬৩) প্রেক্ষিতে এসেছে, তবে দেশের অন্যান্য রাজ্যের মালিকরাও এই রায়ের ভিত্তিতে ট্যাক্স মুকুবের দাবি করতে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ, এবার গোটা দেশেই এই সিদ্ধান্তের প্রভাব দেখা যেতে পারে। আর এতে স্বস্তির নিঃশ্বাস ফেলবে সাধারণ মানুষ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |