সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেল (Indian Railways) এবার নতুন ইতিহাস লিখতে চলেছে। 172 বছরের পুরনো রেলের রীতি ভেঙ্গে এবার স্লিপার কোচের যাত্রীদের জন্য বিরাট সুবিধা দেওয়া হচ্ছে। এতদিন শুধুমাত্র এসির যাত্রীরাই এই সুবিধা উপভোগ করত। না কোনও টিকিটের ছাড় বা নতুন ট্রেনের খবর নয়। বরং, যাত্রীদের জন্য একটি সামান্য উন্নয়ন, যা রেল সফরের অভিজ্ঞতাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।
স্লিপার কোচেও মিলবে এই সুবিধা
রেলের এক সূত্র মারফত জানা গেল, এতদিন ধরে শুধুমাত্র এসি কোচে হ্যান্ডওয়াশ সরবরাহ করা হতো। তবে এবার সেই ব্যবস্থা সমস্ত স্লিপার ক্লাস কোচেও দেওয়া হচ্ছে। এক সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, জুন মাস থেকে এই পরিষেবা চালু করা হবে। আর প্রথম পর্যায়ে পশ্চিম রেলের রতলম ডিভিশন থেকে শুরু করে ধীরে ধীরে দেশের সমস্ত রুটে প্রায় 2.64 লক্ষ স্লিপার কোচে এই পরিষেবা দেওয়া হবে।
কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?
রেল বিশেষজ্ঞরা মনে করছে, কোভিড পরবর্তী সময়ে রেল যাত্রার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার গুরুত্ব অনেকটাই বেড়েছে। আর স্লিপার কোচে যাত্রী সংখ্যা বেশি হওয়ায় অনেক সময় স্বাস্থ্য সচেতনতার অভাব দেখা যায়। আর সেই অভাবকে বাস্তবে রূপ দিতেই হয়তো এই উদ্যোগ।
আরও পড়ুনঃ বকেয়া DA নিয়ে কপাল খুলছে কর্মীদের, নয়া পন্থা অবলম্বন নবান্নের
জানিয়ে রাখি, এই পরিষেবা দেওয়া হবে মূলত অন বোর্ড হাউসকিপিং পরিষেবার মাধ্যমে। হ্যাঁ, প্রতিটি ট্রেনে নির্ধারিত হাউসকিপিং কর্মীরা নিয়মিতভাবে হ্যান্ডওয়াশ রিফিল করবে যাত্রীদের মধ্যে। আর ওয়াশরুমের প্রতিটি অংশ পরিস্কার পরিচ্ছন্ন রাখবে বলেই খবর।
আবারও বলে রাখি, এই উদ্যোগ শুধুমাত্র রতলম ডিভিশনে সীমাবদ্ধ থাকবে না। আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, মুম্বাই সমস্ত রাজ্যের স্লিপার কোচে যাত্রীদের জন্য এই ব্যবস্থা কার্যকর করা হবে। এখন শুধু সময়ের অপেক্ষা।