সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে (Indian Railways) প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নিরাপদে ভ্রমণ করেন। তবে রেলের মধ্যে চুরি ছ্যাঁচড়ামির একটা রীতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। এখন তো বিশেষ করে মোবাইল চুরি যেন আরো এই চর্চাকে বাড়িয়ে দিয়েছে। এখন রেল ভ্রমণের সময় যাত্রীদের মোবাইল, ল্যাপটপ বা বৈদ্যুতিক জিনিসপত্র খোয়া যাওয়ার অভিযোগ দিনের পর দিন বাড়ছে।
এমনকি দুষ্কৃতি বা অপরাধীদের সনাক্ত করাও রীতিমতো কঠিন হয়ে পড়ছে পুলিশের কাছে। তবে এই চুরি ছ্যাঁচড়ামি বন্ধ করতে বিরাট উদ্যোগ নিল আরপিএফ। হ্যাঁ, কেন্দ্রের টেলিকম মন্ত্রকের সহায়তায় এবার শুরু হয়েছে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। কিন্তু কীভাবে কাজ করবে এই প্রযুক্তি? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
কীভাবে অভিযোগ জানাতে পারবেন?
সম্প্রতি উত্তর সীমান্ত রেলে পাইলট প্রকল্পের সাফল্য দেখে এই উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। হ্যাঁ, সম্প্রতি আরপিএফ এর ডিরেক্টর জেনারেল মানব যাদব এই পোর্টাল ব্যবহার নিয়ে একটি শিবির আয়োজন করেন। বেশ কিছু সূত্র মারফত খবর, এই প্রযুক্তি কার্যকর করতে কেন্দ্রের টেলিকম মন্ত্রকের পোর্টাল ব্যবহার করা হয়েছে।
এমনকি এই ব্যবস্থায় যেকোনো যাত্রী সরাসরি রেল মদত অ্যাপের মাধ্যমে অথবা 139 নম্বর ডায়াল করে অভিযোগ জানাতে পারবে। তবে জানা যাচ্ছে, রেল মদত অ্যাপ এবং নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করলে আরপিএফ জওয়ানরা যাত্রীর কাছে এসে সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এবং অভিযোগ দাখিল করবে।
এভাবেও জানানো যাবে অভিযোগ..
শুধু রেল মদত অ্যাপ বা 139 নম্বর ডায়াল করে নয়, বরং অফলাইনেও জানানো যাবে অভিযোগ। হ্যাঁ, খাতায়-কলমে এবার লিখে অভিযোগ জানাতে হবে। সূত্র বলছে, যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর প্রত্যেক রেল জোনের আরপিএফ কর্মীরা টেলিকম মন্ত্রকের পোর্টালে ওই অভিযোগ নথিভুক্ত করে দেবে। এরপর ওই মোবাইল বা বৈদ্যুতিক যন্ত্রের IMEI নম্বর ট্র্যাক করা হবে।
আরও পড়ুনঃ একদিনে অনেকটাই দরপতন সোনার, রুপোও বিকোচ্ছে জলের দরে! আজকের রেট
দুষ্কৃতীকে ধরা গেলে কী হবে?
যদি কোনও ব্যবহারকারীকে চিহ্নিত করা যায়, তাহলে প্রথমে তাকে ফোনটি ফিরিয়ে দিতে বলা হবে। যদি ওই প্রক্রিয়ায় কাজ না হয়, তাহলে অভিযুক্তকে সংশ্লিষ্ট এলাকার জেলা পুলিশরা ধরার চেষ্টা করবে। প্রয়োজনে ওই ইলেকট্রিক যন্ত্র ব্লকও করে দেওয়া হতে পারে, যাতে কেউ সেটি হাতে পেলে সিমকার্ড ঢুকিয়ে ব্যবহার না করতে পারে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, গত এক বছরে এই তৎপরতা বাড়িয়ে প্রায় 1.15 লক্ষ যাত্রীকে প্রায় 84 কোটি টাকার ইলেকট্রনিক্স যন্ত্র ফিরিয়ে দিয়েছে আরপিএফ। এখন দেখার, ভবিষ্যতে এই প্রযুক্তি কতটা কার্যকর হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |