সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিদিন কোটি কোটি মানুষ ভারতীয় রেলের (Indian Railways) উপর ভর করে যাত্রা করেন। কেউ অফিসে যাচ্ছে, আবার কেউ বাড়ি, আবার কেউ উৎসবের ছুটিতে! তবে এর মধ্যে সবথেকে বড় প্রশ্ন ওঠে যে, টিকিট কনফার্ম হবে তো? হ্যাঁ, কারণ যারা ওয়েটিং লিস্টে থাকে তাদের টিকিট কনফার্ম হবে কিনা, তার উত্তর জানার জন্য শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করতে হয়। অর্থাৎ, ট্রেন ছাড়ার মাত্র চার ঘন্টা আগে জানানো হয় টিকিটটি কনফার্ম হয়েছে কিনা। তবে সেই দীর্ঘ অপেক্ষার প্রহর কমাতে বিরাট উদ্যোগ নিল ভারতীয় রেল।
আর নয় শেষ মুহূর্তের টেনশন!
ভারতীয় রেলের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এবার থেকে ওয়েটিং টিকিট কনফার্ম হবে কিনা, তা আগেভাগে জানিয়ে দেওয়া হবে, তাও 24 ঘন্টা আগে। আর এই পরিবর্তনের মূল উদ্দেশ্য – যাত্রীদের জন্য যথেষ্ট সময় বরাদ্দ রাখা। কারণ বাস ধরবে নাকি অন্য ট্রেন ধরবে, নাকি ভ্রমণ বাতিল করবে, সেই সিদ্ধান্ত যেন যাত্রীরা আগেভাগেই নিতে পারে।
আর এই নয়া নিয়মের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল বিকানের রেল ডিভিশনে। সেখান থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ার জেরে এবার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিস্টেম তারা ধাপে ধাপে সারা দেশের গুরুত্বপূর্ণ রুটে চালু করা করবে। যেমন দিল্লি-মুম্বাই বা দিল্লি-কলকাতা।
তবে বলে রাখি, এই মুহূর্তে রেলের তরফ থেকে কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি, যে ঠিক কবে থেকে এই সুবিধা চালু করা হবে। কিন্তু রেল মন্ত্রীর সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে, খুব শীঘ্রই বড় বড় রুটে এই প্রকল্প বাস্তবায়ন করা হতে চলেছে।
আরও পড়ুনঃ ট্রেনের টয়লেটে পড়ে যায় সোনার চেন! ট্যাঙ্ক ভেঙে উদ্ধার করে দিল ভারতীয় রেল
কেন দরকার এই নিয়মের?
প্রসঙ্গত, আগে ওয়েটিং টিকিটের স্ট্যাটাস জানতে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। মাত্র ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে জানা যেত যে, টিকিটটি কনফার্ম হবে কি, হবে না। আর এত কম সময়ে বিকল্প রাস্তা খুঁজে পাওয়াও প্রায় অসম্ভব। এমনকি জরুরি ভ্রমণ হলে যাত্রীরা বিপাকেও পড়তেন।
এবার নতুন নিয়মে 24 ঘন্টা আগে স্ট্যাটাস জানা যাবে। যার জেরে অন্যান্য ট্রেনের টিকিট কাটার সুযোগ থাকবে। পাশাপাশি বাস বা ফ্লাইটের ব্যবস্থা নেওয়া যাবে। এমনকি ভ্রমণ বাতিল বা হোটেলও বাতিল করা যেতে পারে। এক কথায় পকেট বাঁচবে সাধারণ মানুষের।