৯৯ মাসে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি! GST কমতেই স্বস্তির নিঃশ্বাস জনতার

Published:

Inflation Rate
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: জিএসটি কমাতেই স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। জানা যাচ্ছে, খুচরা মুদ্রাস্ফীতি (Inflation Rate) গত ৯৯ মাসের মধ্যে সর্বনিম্ন অর্থাৎ তলানিতে ঠেকেছে। হ্যাঁ, সেপ্টেম্বর মাসে খুচরা মুদ্রাস্ফীতির হার ১.৫৪%-এ নেমে এসেছে, যা ২০১৭ সালের জুনের পর সর্বনিম্ন।

কী বলছে মুদ্রাস্ফীতির রিপোর্ট?

রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বর মাসে খুচরা মূল্যস্ফীতি ১.৫৪%-এ নেমে এসেছে। আর এর আগে আগস্ট মাসের খুচরা মূল্যস্ফীতি ছিল ২.০৭%, যেখানে জুলাই মাসে তা ১.৫৫%-এ ঠেকেছিল। জানা যাচ্ছে, টানা চতুর্থ মাসের জন্য খাদ্য মূল্যস্ফীতি কমেছে। এমনকি গ্রামীণ মুদ্রাস্ফীতিও সেপ্টেম্বর মাসে ১.৬৯% থেকে কমে ১.০৭%-এ ঠেকেছে, যেখানে শহরের মুদ্রাস্ফীতি ২.৪৭% থেকে কমে ২.০৪% হয়েছে।

নেপথ্যে জিএসটি হ্রাস

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে নতুন হারে জিএসটি। বর্তমানে ৫% আর ১৮% স্ল্যাবদুটি রেখে বাদবাকি স্ল্যাবগুলি বাতিল করা হয়েছে। অর্থাৎ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর অনেকটাই কমেছে জিএসটি। আর এর প্রভাবেই মুদ্রাস্ফীতি একেবারে তলানিতে ঠেকেছে তা বলা যায়। আর এই খুচরা মুদ্রাস্ফীতির প্রভাবে বিভিন্ন খাদ্যপণ্য বিশেষ করে আলু, পেঁয়াজ, সবুজ শাকসবজি, চাল, আটা, ইত্যাদির দাম বৃদ্ধি বা হ্রাস হয়।

এদিকে গত মাসে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি জানিয়েছিল যে, শাকসবজি বা অন্যান্য খাদ্যদ্রব্যের দামের ওঠানামার কারণে অর্থবছরের শেষ দিকে মুদ্রাস্ফীতি আরও ঊর্ধ্বগতিতে ঠেকবে। রিজার্ভ ব্যাঙ্ক চলতি অর্থ বছরের জন্য ৩.১% মুদ্রাস্ফীতির পূর্বাভাস দিয়েছে, যা পূর্ববর্তী অনুমান থেকে ৩.৭% কম।

আরও পড়ুনঃ ফের চড়ল সোনার দাম, ৯৭৫০ টাকা ঊর্ধ্বগতি রুপোর বাজার! আজকের রেট

কীভাবে নির্ধারণ করা হয় খুচরা মুদ্রাস্ফীতি?

জানিয়ে রাখি, খুচরা মুদ্রাস্ফীতির হার অর্থনৈতিক সূচক বা ভোক্তা পর্যায়ের পণ্য ও পরিষেবার দামের গড় বৃদ্ধির উপর ভিত্তি করেই নির্ধারণ করা হয়। আর ভারতের ক্ষেত্রে এটি মূলত সিপিআই এর উপর নির্ভর করে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটও প্রভাব ফেলে। আরবিআই খুচরা মুদ্রাস্ফীতি মোটামুটি ৪%-এর মধ্যেই রাখার চেষ্টা করে। তবে আপাতদৃষ্টিতে জিএসটি হ্রাসের কারণে যে মুদ্রাস্ফীতি অনেকটাই তলানিতে ঠেকেছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join