বিড়াল রাস্তা কাটলে শুভ না অশুভ, আসল সত্যিটা জানিয়ে দিলেন প্রেমানন্দ মহারাজ

Published on:

cat cross path

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ আমরা গোটা জীবনে প্রতেকেই অনেক কুসংস্কার শুনে বা পালন করে বড় হয়েছি। কখনো এক শালিক দেখা ভালোনা। আবার কখনো এক চোখ দেখা ভালোনা। এইরকম অনেক প্রকার কুসংস্কার সবার ভিতর রয়েই গেছে। বিড়াল নিয়ে অনেকের মনে অনেক রকমের কুসংস্কার রয়েছে। শুধু ভারতেই না ভারতের বাইরেও বিড়ালকে কেউ শুভ মনে করলেও অনেকে অশুভ মনেও করেন।

অনেকে আবার মনে করেন রাস্তা দিয়ে চলার সময় বিড়াল রাস্তা কাটলে নাকি হয় ঘোর অমঙ্গল। সেটা যদি আবার কালো বিড়াল হয় তো আর কথাই নেই। কেউ কেউ তো আবার এই অমঙ্গল টাকে নিজের জীবন নাশকতায় নিয়ে যায়। তাই বিড়াল রাস্তা কাটলে কেউ কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যান তো কেউ যতক্ষণ না উল্টো দিক থেকে অন্য মানুষ আসছেন ততক্ষণ দাঁড়িয়ে যান।

বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে তার এক ভক্ত এই প্রশ্ন করেন যে বিড়াল রাস্তা কাটলে কি অশুভ হয়? এই প্রশ্নের উত্তর প্রেমানন্দ মহারাজ জি খুব সুন্দর ভাবেই ব্যাখা করেছেন।

বিড়াল রাস্তা কাটলে শুভ না অশুভ? | Is it good luck or bad luck if a cat crosses your path?

প্রেমানন্দ মহারাজ জি বলেছেন বিড়াল বা অন্য কোনো প্রানি আপনার রাস্তা কাটলে আপনার কোনো ক্ষতির কোনো শঙ্কা নেই। কারণ তা জাগতিক। ঈশ্বর সকল জীবের ভিতরে বিরাজমান। ফলে রাস্তা দিয়ে কোনো প্রানী রাস্তা কাটলে তা ভয়ের কিছু নেই। এতে ভাগ্য খারাপ হয়না।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বিড়ালের রাস্তা কাটা নিয়ে যা বললেন প্রেমানন্দ মহারাজ

সেই ভক্ত আবার বলেন যে তাহলে বিড়াল রাস্তা কাটলে কী করা উচিত? প্রেমানন্দ মহারাজ জি বলেন ঈশ্বরের নাম নিয়ে রাস্তায় চলা উচিত। কারণ সেই প্রানীটার ভিতরেও রয়েছেন ঈশ্বর। এরই সঙ্গে মহারাজ জি বলেন ভয় তারাই পায় যারা পাপি। সকল বাধা তাদের জন্য যারা পাপ কর্মের সাথে লিপ্ত। ধার্মিক ও ঈশ্বরের ভক্তদের জন্য এইসব বাধা আসলেই বাধা না। তা শুভ হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥