বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহাকাশে খেল দেখাচ্ছে ISRO। সম্প্রতি মহাকাশ সমুদ্রে স্পেস ডকিংয়ের পর উৎক্ষেপিত দুটি উপগ্রহের মধ্যে একটি উপগ্রহকে ঘোরানোয় সেটি পুনরায় আবার আগের অবস্থানে ফিরে এসেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই পর্যবেক্ষণকে ঘূর্ণায়মান পরীক্ষা বলে অভিহিত করেছেন বিজ্ঞানীদের একটি দল।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাদের রিপোর্টে দাবি করেছে, 13 মার্চ দুটি উপগ্রহ পৃথকীকরণ করার পরই এই বিশেষ পরীক্ষাটি শুরু করে ISRO। বিশেষজ্ঞ মহলের দাবি, মহাকাশ গবেষণা সংস্থার এই পদক্ষেপ চন্দ্রযান-3 এর হপ পরীক্ষার মতোই। গবেষকদের মতে, ISRO-র এই পরীক্ষাটি ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য যথেষ্ট শিক্ষনীয় হবে।
স্যাটেলাইটে বিপুল পরিমাণ জ্বালানি রয়েছে?
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র প্রধান ভি নারায়নন সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছেন, গত সপ্তাহেই মহাকাশে উপগ্রহ সংক্রান্ত পরীক্ষাটি শেষ হয়েছে। ওই পরীক্ষায় নাকি উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ISRO প্রধান বলেন, উপগ্রহগুলিতে এখনও প্রচুর পরিমাণ জ্বালানি অবশিষ্ট রয়েছে। আর সেই কারণেই বিজ্ঞানীদের দলটিকে প্রথমে মাটিতে সিমুলেশনের মাধ্যমে প্রতিটি পরীক্ষা পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে।
ISRO-র বড় সাফল্য
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা উপগ্রহ গুলির ওপর যে নতুন পরীক্ষা চালিয়েছে তাতে দেখা গেছে, দুটি উপগ্রহের মধ্যে একটি উপগ্রহ নিজের অবস্থান থেকে সরে অন্য উপগ্রহটির চারপাশে ঘুরে ফের তার আগের অবস্থায় ফিরে এসেছে। আর এই পরীক্ষার পরই, সংস্থা জানিয়েছে, তাদের উপগ্রহগুলির এমন আচরণ, আগামী দিনে মহাকাশ অভিযানের ক্ষেত্রে বিশেষ সাহায্য করবে।
কোন উদ্দেশ্যে এমন পরীক্ষা?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, মূলত ভূমি থেকে মহাকাশে উপগ্রহের সঠিক অবস্থান ও তাদের গতি ISRO-র বিজ্ঞানীরা কতটা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তার জন্যই এই পরীক্ষা চালানো হয়েছিল। সূত্রের খবর, পৃথিবী থেকে মহাকাশ সমুদ্রে উপগ্রহগুলিকে নিয়ন্ত্রণ করতে বিভিন্ন সফটওয়্যার, সেন্সর ও অবস্থান নির্ধারণের কৌশল পরীক্ষা করা হয়েছিল। শেষ পর্যন্ত, ভূমি থেকে মহাকাশে উপগ্রহগুলিকে পুনরায় আগের অবস্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছে ISRO।
অবশ্যই পড়ুন: নয়া কোচ খুঁজছে BCCI
প্রসঙ্গত, এই পরীক্ষার দৌলতে ISRO বুঝতে পারবে কীভাবে উপগ্রহগুলি বিভিন্ন দিকে ভ্রমণ করে ফের পুনরায় নিজের অবস্থানে ফিরে আসে। সেই সাথে মহাকাশে ডকিং উলম্বভাবে করা যায় কিনা তা নিয়েও বিশেষ পরীক্ষা-নিরীক্ষা চালাবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, উপগ্রহগুলিতে যেহেতু এখনও বেশ ভাল পরিমাণে জ্বালানি অবশিষ্ট রয়েছে, তাই আগামী দিনে তার সুবিধা নিতে আরও বেশ কিছু পরীক্ষা করবে ISRO।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |