শ্বেতা মিত্র, কলকাতাঃ চাঁদে কবে যাবে ভারত? এবার সেটার সরাসরি জবাব দিলেন ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ। তিনি যা বলেছেন তা শুনলে হয়তো চমকে যাবেন আপনিও। আগামী দশকে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। এক রিপোর্টে বলা হয়েছে, ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন, ২০৪০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য রয়েছে ভারতের।
চাঁদে মানুষ পাঠাবে ISRO
ভারতের মহাকাশ খাতে বড় সাফল্যের পর এই ঘোষণা করা হয়েছে। এমনিতে যত সময় এগোচ্ছে ততই ইসরোর মুকুটে একের পর এক পালক জুড়েই চলেছে। চন্দ্রযান ৩, আদিত্য এল ১ সহ একের পর এক মিশন লঞ্চ করে ও সেটায় সাফল্য পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ইসরো। এছাড়া সামনেই আরও কিছু মিশন যেমন গগনযান, ইসরো-নাসার নিসার। তবে এসবের মাঝেই এবার চাঁদে মানুষ পাঠানোর কথা বললেন ইসরো প্রধান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ইসরোকে ৩১ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে যা আগামী ১৫ বছরের জন্য এই মিশনগুলিকে সহায়তা করবে।ইসরো প্রধান বলেন, ২০২৩ সাল ভারতের জন্য একটি দুর্দান্ত বছর ছিল, অনেক গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টিতে ইসরো আগামী ২৫ বছরের জন্য একটি রোডম্যাপ তৈরি করেছে। এই রোডম্যাপ অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে ভারত নিজস্ব স্পেস স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছে।
কী বলছে ইসরো?
২০২৮ সালে একটি স্পেস স্টেশন মডিউল চালু করা হবে, যা এর পূর্ণাঙ্গ কার্যক্রমের মঞ্চ তৈরি করবে। ডঃ সোমনাথ আরও জানান, এই রোডম্যাপের মূল লক্ষ্য ২০৪০ সালের মধ্যে চাঁদে ভারতীয় নভোচারী পাঠানো। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত যখন তার স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে, তখন চাঁদে ভারতের পতাকা উত্তোলন করা হবে। ভারতীয় মহাকাশচারী চাঁদে যাবেন, সেখানে পতাকা লাগিয়ে নিরাপদে ফিরে আসবেন। ২০৪০ সালের মধ্যে এই মিশন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।