সরকারি স্কুলের এক দেওয়াল রঙ করতে ১৬৮ শ্রমিক, ৬৫ মিস্ত্রি! খরচ ১.০৭ লাখ

Published on:

Madhya Pradesh

সৌভিক মুখার্জী, কলকাতা: শুধুমাত্র চার লিটার রং, আর একটি দেওয়াল! কাজটা সহজ মনে হলেও এর পিছনে খরচ দেখানো হয়েছে 1.07 লক্ষ টাকা! হ্যাঁ, আর এখানেই উঠছে প্রশ্ন। ঘটনাটি মধ্যপ্রদেশের শাহডোল জেলার সাকান্দি গ্রামের একটি সরকারি স্কুলে। সম্প্রতি এমনকি এক রিপোর্ট সামনে এসেছে, যা থেকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে গোটা এলাকায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

একটি দেওয়ালেই 168 জন মজদুর

আসলে ওই স্কুলে মাত্র 4 লিটার রং লাগানোর জন্য 168 জন শ্রমিক এবং 65 জন মিস্ত্রিকে দেখানো হয়েছে। এমনকি রীতিমতো 1.07 লক্ষ টাকার বিলও তৈরি করে ফেলা হয়েছে বলে অভিযোগ। তবে সবথেকে বিস্ময়কর ব্যাপার, এই বিল অনলাইনে ভাইরাল হয়ে পড়েছে। যদিও এখনো পর্যন্তই বিলটির সত্যতা যাচাই করেনি India Hood। 

এমনকি একই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নীপানিয়া গ্রামের আরও এক স্কুলে এরকম চমক দেওয়া ঘটনা ঘটেছে। সেখানেও এক রঙের কাজ দেখিয়ে তুলে নেওয়া হয়েছে 2.3 লক্ষ টাকা। সেখানে মাত্র 20 লিটার রং লাগানো হয়েছে বলে খবর। আর বিল অনুযায়ী জানা গিয়েছে, ওই স্কুলে 275 জন শ্রমিক এবং 150 জন মিস্ত্রি কাজ করেছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ঋণ নিলে হবে লাভ, সুদের হার কমিয়ে কোটি কোটি গ্রাহককে বিরাট সুখবর দিল PNB

বিল তৈরীর আগেই অনুমোদন?

এই রং দুর্নীতির মোড় আরও জোরালো হয়েছে, যখন দেখা যাচ্ছে যে, নীপানিয়া স্কুলের বিল তৈরি হয়েছে 5 মে। তবে সেটি অনুমোদন হয়েছে তার ঠিক এক মাস আগে। অর্থাৎ, 4 এপ্রিল। প্রশ্ন উঠছে, তাহলে টাকাগুলি গেল কোথায়? তবে আরও অবাক করা তথ্য, এই ধরনের সরকারি কাজের জন্য আগে বা পরের ছবি বাধ্যতামূলক দরকার হয়। আর সেগুলি ছাড়াই এই বিলের অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা শিক্ষা আধিকারিক ফুল সিং মারপাচি সংবাদ সংস্থাকে জানিয়েছে, এই দুই স্কুলের বিল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। আমরা এ বিষয়ে তদন্ত শুরু করেছি। যা তথ্য বেরিয়ে আসবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group