Indiahood-nabobarsho

অর্ধেকেরও কম দামে AC, গরমের মরসুমে বিরাট অফার দিচ্ছে Jio

Published on:

Air Conditioner

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন যে হারে গরম বাড়ছে, তাতে সাধারণ মানুষের ঘরে টেকা দুষ্কর হয়ে পড়ছে। রাস্তায় বের হলেই তো যেন আগুনের গোলা ঝরছে। আর এই অবস্থায় স্বস্তি পেতে মানুষের একমাত্র ভরসা এসি (Air Conditioner)। শুধু এসি বললে হবে না, চাই ভালো এয়ার কন্ডিশনার। তবে সমস্যা যে একটাই, ভালো ব্র্যান্ডের এসি মানে বিশাল খরচ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে এবার সেই সমস্যার সমাধান করেছে JioMart। সূত্র বলছে, সাধারণ মানুষের পকেটের দিকে তাকিয়ে বিরাট ডিসকাউন্ট অফার করেছে এবার JioMart। এমনকি কিছু মডেলের উপর পাওয়া যাচ্ছে 53% পর্যন্ত ডিসকাউন্ট। ফলে আপনার পছন্দের এসি এবার মিলতে পারে হাফ দামে।

ডিসকাউন্ট দিয়ে কোন এসির কত দাম?

আমরা যদি JioMart-র অফিসিয়াল ওয়েবসাইটে একটু নজর রাখি, তাহলে দেখতে পাবো LG, Bluestar, Voltas, Midea-র মত সব নামিদামি কোম্পানির এসিগুলোর উপর মিলছে বিরাট ছাড়। চলুন দেখে নেওয়া যাক, কোন এসিতে কত শতাংশ ছাড় মিলছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

LG 1.5 Ton 3 Star Split AC

এই এসিটির বাজার মূল্য 79,990 টাকা। সব থেকে বড় ব্যাপার, এই এসিটিতে 53% ছাড় দেওয়া হচ্ছে। ফলে বর্তমানে দাম দাঁড়িয়েছে 37,190 টাকা। আর এই এসিটির 6-স্টেপ ফ্যান স্পিড রয়েছে, যা ঘরকে দ্রুত ঠান্ডা করে। আর LG-র মতো ব্র্যান্ডের এসি মানেই একেবারে পিছন ফিরে তাকাতে হবে না।

Bluestar 1 Ton 3 Star 5-in-1 Convertible Inverter Split AC

এই এসিটির বাজার মূল্য 63,500 টাকা। সবথেকে বড় ব্যাপার, এই এসিটিতেও মিলছে 49% ছাড়। ফলে এখন দাম দাঁড়িয়েছে 31,990 টাকা। এই এসিটিতে রয়েছে 4-ওয়ে সুইং ফিচার ,যা ছোট ঘরের জন্য একদম পারফেক্ট।

Voltas 1.5 Ton 3 Star 4-in-1 Convertible Inverter Split AC

এই এসিটির বাজার মূল্য 64,990 টাকা। 47% ছাড় দিয়ে এই এসিটির এখন দাম দাঁড়িয়েছে 33,990 টাকা। সবথেকে বড় ব্যাপার, যদি এসিটি EMI-তে কিনতে চান, তাহলে প্রতি মাসে মাত্র 1600 টাকা দিতে হবে। 

আরও পড়ুনঃ দিঘা থেকে NJP অবধি চলবে বন্দে ভারত? দেখে নিন সম্ভাব্য সময়সূচী, ভাড়া ও রুট

Midea 1.5 Ton 3 Star Santis Pro Plus Deluxe Inverter Split AC

এই এসিটির বাজার মূল্য 61,790 টাকা। আর এসিটিতে মিলছে 45% ছাড়। ফলে এখন দাম দাঁড়িয়েছে 33,490 টাকা। এই এসিটির বিশেষ ফিচার সম্বন্ধে যদি কথা বলি, তাহলে এসিটিতে থাকছে অটো ক্লিন ফিচার। যারা নতুন ব্র্যান্ড ট্রাই করতে চান, তাদের জন্য এটি দারুন বিকল্প হতে পারে।

আর এই মুহূর্তে বাজারে এসির চাহিদা এমনিতেই তুঙ্গে। দাম যেমন হু হু করে বাড়ছে, তেমনই স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তবে এর মধ্যে JioMart যা অফার নিয়ে হাজির হয়েছে, তাতে এটি হতে পারে এসি কিনে ফেলার সঠিক সময়। এমনকি EMI সুবিধা থাকার ফলে একসাথে পুরো টাকাও দিতে লাগছেনা। তাই এই সুযোগকে হাতছাড়া না করে পছন্দের এসিটি ঘরে নিয়ে আসুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group