Indiahood-nabobarsho

দৌড়ঝাঁপের দিন শেষ! শুধু এই ৭ টি নিয়ম মানলেই ১০০% কনফার্ম তৎকাল টিকিট

Published on:

Tatkal Ticket Confirmation

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেল, যা লক্ষ লক্ষ যাত্রীদের নিত্যদিনের সঙ্গী। অফিস যাত্রা বলুন বা কোথাও ঘুরতে যাওয়া, ভারতীয় রেলের উপর নির্ভর করে না এমন মানুষজন খুব কমই দেখা যায়। তবে সব সময় তো আর কনফার্ম টিকিট পাওয়া যায় না! 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আবার তৎকাল টিকিট কাটলেও অনেক সময় কনফার্ম (Tatkal Ticket Confirmation) হওয়ার চান্স থাকে না। তবুও অনেকেই এখনো অফিসের কাজ বা হঠাৎ প্রয়োজন অথবা কোন ব্যক্তিগত কারণে তৎকাল টিকিটের উপরেই ভরসা রাখেন। তবে তৎকাল টিকিট মানেই তো রীতিমতো কয়েক সেকেন্ডের জন্য যুদ্ধ।

হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যে বুকিং করতে না পারলেই হাত ফসকে যাবে টিকিট। তবে এমন কিছু টিপস রয়েছে, যেগুলো ঠিকভাবে মেনে চললে তৎকাল টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই টিপসগুলি সম্পর্কে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রস্তুতি শুরু করুন দুদিন আগে

তৎকাল টিকিট মানে এই নয় যে, শেষ মুহূর্তে প্রস্তুতি সারবেন। কোথায় যাচ্ছেন, কোন তারিখে যাচ্ছেন, কোন ট্রেনে যাবেন, এই সমস্ত বিষয় অন্তত দুদিন আগে থেকে চূড়ান্ত করে ফেলুন। তৎকাল টিকিট সাধারণত যাত্রার আগের দিন সকাল 10 টা এবং 11 টা থেকে পাওয়া যায়। তার জন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ।

একাধিক ডিভাইসে বুকিং-র চেষ্টা করুন

শুধুমাত্র একটি ডিভাইস নয়। বরং একাধিক ফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে টিকিট বুকিং করার চেষ্টা করুন। প্রয়োজনে বন্ধুদের কাছ থেকে ফোন বা ল্যাপটপ নিতে পারেন বা পরিবারের অন্য কোনও সদস্যদের সাহায্য নিন। এতে টিকিট কনফার্ম হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়।

দ্রুত ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করুন

তৎকাল টিকিটের ক্ষেত্রে ইন্টারনেট স্পিড সবথেকে বড় ফ্যাক্টর। হ্যাঁ, ফাস্ট ইন্টারনেট কানেকশন আপনাকে তৎকাল টিকিট কনফার্ম করিয়ে দিতে পারে। এর জন্য ওয়াইফাই সবথেকে সেরা বিকল্প।

প্রয়োজনীয় তথ্য নাগালের মধ্যে রাখুন

লগইন আইডি, পাসওয়ার্ড, যাত্রীর নাম, বয়স, আধার নম্বর, ট্রেন নম্বর, সবকিছু আগে থেকেই সাজিয়ে ফেলুন। কারণ টাইপ করতে বসলে আপনার বুকিং-র সময় ফুরিয়ে যেতে পারে।

লোয়ার বার্থ নির্বাচন করুন

তৎকাল টিকিট কাটার সময় সবসময় লোয়ার বার্থকে বেছে নিন। হ্যাঁ, লোয়ার বার্থ সাধারণত প্রবীণ নাগরিক, শিশু বা মহিলা যাত্রীদের জন্য অগ্রধিকার দেওয়া হয়। তাই লোয়ার বার্থ বেছে নিলে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। 

বুদ্ধিমত্তার সঙ্গে সময় এবং ট্রেন বাছাই করুন

যতটা সম্ভব ব্যস্ত সময়গুলোকে এড়িয়ে চলুন। অনেকেই ছুটির দিন, শনিবার বা রবিবার ভ্রমণের পরিকল্পনা করে ফেলেন। আপনি পরিকল্পনা করুন মঙ্গলবার, বুধবার এরকম কাজের দিনে। আবার এমন ট্রেনকে বেছে নিন, যা খুব একটা বেশি জনপ্রিয় নয়। কারণ এই সমস্ত ট্রেনে তৎকাল টিকিট কনফার্ম হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে।

আরও পড়ুনঃ ১৩ বছরে সব সিনেমা ফ্লপ! তাও ক্যাটরিনা, দীপিকাকে পিছনে ফেলে সবথেকে ধনী অভিনেত্রী ইনি

বুকিং-র পর হুট করে চিন্তিত হবেন না

অনেক সময় বুকিং-র পর কিছুক্ষণ পেন্ডিং স্ট্যাটাসে থাকে টিকিট। ফলে সঙ্গে সঙ্গে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। তবে কিছুটা সময় নিতে হবে। অনেক ক্ষেত্রে কনফার্মেশন মেসেজ আসে কিছুক্ষণ পরে।

তাই তৎকাল টিকিট পাওয়া যে সত্যিই কঠিন, এমনটা নয়। একটু পরিকল্পনা ও কিছু টিপস অবলম্বন করলেই কনফার্ম টিকিট পাওয়া যায়। তাই এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। তৎকাল টিকিট পেতে আর কোনরকম সমস্যা হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group