সহেলি মিত্র, কলকাতাঃ আজকের ব্যস্ত ও হাঁপিয়ে ওঠা জীবনে, সকলেই নিজের বাড়িতে শান্তি, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি চায়। এর জন্য, অনেককে প্রায়শই অনেক ব্যবস্থা (Remedy) নিতে দেখা যায়। কিন্তু আপনি কি জানেন যে এমন একটি জিনিস রয়েছে যা আপনার কাছে রাখলে অর্থাভাব হবে না কোনওদিন? নিজের মানি ব্যাগে একটি জিনিস রাখলে আপনার ব্যাগ সবসময় ফুলেফেঁপে থাকবে। এখন নিশ্চয়ই ভাবছেন কী সেই জিনিস? তাহলে জানিয়ে রাখি, সেই জিনিসটি হল তুলসী।
মানি ব্যাগে রাখুন তুলসী
অনেকেই জানেন তো আবার অনেকেই হয়তো জানেন না যে হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবীর রূপ হিসেবে পুজো করা হয়। তুলসী প্রতিটি বাড়িতেই পূজিত হয়। জীবনে নতুন শক্তি এবং সমৃদ্ধিও অনুভব করতে পারবেন এই তুলসীর জন্য।
এই তুলসী মঞ্জরী মানি ব্যাগ বা আলমারিতে রাখলে জীবন আপনার ইতিবাচকতায় ভরে উঠবে। সবথেকে বড় কথা, টাকা পয়সার অভাব হবে না। বিশ্বাস করা হয়, তুলসী মঞ্জরী অর্থপ্রাপ্তি করতে সাহায্য করে এবং অত্যাধিক ব্যয় হওয়া আটকে দেয়। বিশেষ করে যারা হঠাৎ করে অর্থ পেতে চান তাহলে নিজের পার্সে কিংবা আলমারিতে তুলসী পাতা রাখতে পারেন। বিশ্বাস করা হয়, এতে নাকি ফল মেলে।
আরও পড়ুনঃ এই এক উপায়ে আপনার AC-র ইলেকট্রিক বিল হয়ে যাবে অর্ধেক, সিক্রেট জানাল সরকার
ঋণমুক্ত হতে সাহায্য করে তুলসী!
বিশ্বাস করা হয়, যদি আপনার ওপর ঋণের বোঝা থেকে থাকে তাহলে তা থেকে মুক্তি পেতেও ব্যাগে একটি তুলসী পাতা রাখতে পারেন। আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা হবে। তুলসী পাতা অশুভ শক্তিকে দূরে রাখে। যদি সব ভালো কাজে বাধা পেয়ে থাকেন তাহলে লাল কাপড়ে তুলসী পাতা বেঁধে আপনার মানি ব্যাগে রাখতে পারেন। সাফল্যের মুখ দেখবেনই দেখবেন।