মুখের দুর্গন্ধ দূর করুন সহজেই, ঘরে তৈরি উপকরণ করবে ম্যাজিকের মতো কাজ

Published on:

bad breath

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ আপনার নিয়মিত দুই, তিনবার দাঁত মাজার পরেও মুখে থেকে যাচ্ছে একটা বাজে গন্ধ (Bad Breath)? কিছু খাবার পর কুলিকুচি করলেও সেই বাজে গন্ধ নির্মূল করা সম্ভব হচ্ছে না। এখন আর চিন্তা নেই রান্না ঘরের কিছু উপাদান দিয়ে আপনি নিশ্চিন্তেই আপনার এই সমস্যা সমাধান করতে পারবেন।

WhatsApp Community Join Now

আমাদের সারাদিন অনেক মানুষের সাথে কথা বলতে হয়। অনেকের এই মুখে বাজে গন্ধের কারণে সামনের মানুষ এড়িয়ে চলে যায়। কেউ কেউ আড়ালে ঠাট্টা তামাশাও করে। তবে আপনি নিয়মিত দিনে ৩ বার দাঁত মাজার পরেও পাচ্ছেন না সমাধান। আমরা এইবার জেনে নি ঘরোয়া কিছু উপাদান দিয়ে একেবারে এই সমস্যা সমাধানের রাস্তা।

ঘরোয়া কিছু উপাদান দিয়ে তৈরি করা যাবে একটি পেস্ট। যেটা ব্যবহার করলে মুখের বাজে গন্ধটা নির্মূল হবে। দাঁত হবে ভিতর থেকে পরিষ্কার ও সাদা সাথে জীবানুমুক্ত।

মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

একটি কাঁচের বয়ামে দু চামচ লবঙ্গ গুঁড়ো ও দু চামচ আদা গুঁড়ো নিন। এখন বাজারে লবঙ্গ ও আদা গুঁড়ো সহজেই পাওয়া যায়। এইবার ঐ লবঙ্গ আর আদা গুঁড়োর সাথে আপনার নিয়মিত ব্যবহার করা পেস্ট যোগ করে দিন। এইবার সব উপাদান গুলো একটু একটু জল দিয়ে মেশাতে থাকুন। বিষয়েটা যাতে থকথকে কাদার মতো হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এইবার দিনে দুবার মিশ্রণটি দিয়ে ভালো করে দাঁত ব্রাশ করুন। এই মিশ্রণটি আপনি দুই মাস ঘরে সহজেই স্টোর করে থাকতে পারবেন।

লবঙ্গতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টি করা জীবানু সহজেই দূর করতে পারে। এবং মুখকে তরতাজা রাখতে সাহায্য করে। এছাড়াও লবঙ্গে আছে ইউনেজল নামক উপাদান। এইটা একটি শক্তিশালী এন্টিসেপটিক। এটি মুখের খারাপ ব্যকটেরিয়াকে বাড়তে দেয়না। মুখের দুর্গন্ধ, মাড়ির সমস্যা থেকে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি দেয়। লবঙ্গ দাঁতের উপকার করে। লবঙ্গ দাঁতের ব্যাথার উপশম করে। দাঁত অসাড় করে তোলে‌। ফলে দাঁতের ব্যাথা নিরাময় হয়। আদাতে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান থাকে। যা খাবার হজম করে ফেলে। ফলে মুখে দুর্গন্ধ হতে দেয়না।

সঙ্গে থাকুন ➥
X