কার্বলিক অ্যাসিড ছাড়াই সহজেই তাড়ান সাপ, জেনে রাখুন কয়েকটি সহজ টিপস

Published:

carbolic acid snake
Follow

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ সাপকে (Snake) সবাই ভয় পায়। সাপ একবার ছোবোল দিলেই সব শেষ। কাজেই সাপের থেকে দূরে সবাই থাকতে চায়। কিন্তু সাপ তাড়ানোর জন্য আমরা বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিডের ভরসা করে থাকি। বনকর্মির ভিত্তিতে সাপ তাড়ানোতে কার্বলিক অ্যাসিডের ভূমিকা খুব একটা দরকার না‌। তিনি অলরেডি টিপস দিয়ে দিয়েছেন কি কি করলে সাপ আমাদের থেকে দূরে থাকবে। আসুন জেনে নিই।

সাপ দূরে রাখার উপায়

সাপ দূরে রাখার সবচেয়ে সহজ উপায়ে হলো আমাদের বাড়ির চারপাশে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অপ্রয়োজনীয় জিনিস যেমন টপ, টালি, ইঁট না রাখা।

বাড়ির পাশে বা পিছনে কোনো বাগান থাকলে সেই বাগান সবসময় পরিষ্কার করে রাখতে হবে। গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে। সাথে বড়ো ঘাষ কেটে ফেলতে হবে। বাড়ির পাশের নর্দমার ধার গুলো পরিষ্কার করে রাখতে হবে সবসময়।

সাপের প্রধান খাদ্য ইঁদুর ও ব্যাঙ। সাপ ইঁদুর ও ব্যাঙের লোভে বাড়িতে ঢুকতে পারে। তাই বাড়িতে এই দুটো জিনিস থাকলে আগে সাবধান হতে হবে।

বাড়িতে ইঁদুর থাকলে আগে ইঁদুর তাড়াতে হবে‌। বাড়ির যে স্থানে ইঁদুর আসতে বা থাকতে পারে সেই স্থান গুলো পরিষ্কার করুন।

একই সাথে বাড়ির চারপাশে আবর্জনা বা উচ্ছিষ্ট খাবার ফেলবেন না। এতে ইঁদুরের উপদ্রব বাড়ে। ফলে সাপের থাকাটা অনেকটাই বেড়ে যায়।

কার্বলিক অ্যাসিড হাওয়ার সংস্পর্শে এলে এর জোর কমে যায়। এছাড়াও কার্বলিক অ্যাসিড বৃষ্টির জলে ধুয়ে যায়। তাই কার্বলিক অ্যাসিডে কোনো কাজ হয়না।

আবার ব্লিচিং পাউডার ব্যবহার করেও সাপের হাত থেকে নিস্তার পাবেন না।

বাড়িতে যতোগুলো নিকাশি গর্ত আছে সবগুলোতে জাল ব্যবহার করুন। বাথরুমেও নিকাশি গর্তেও জাল ব্যবহার করুন। বাড়ির দরজা সবসময় বন্ধ রাখুন।

আরওSnake
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join