প্রীতি পোদ্দার, কলকাতা: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বরাবরই KYC নিয়ে আপডেট নিয়ে সতর্কতা অবলম্বন করতে বলে গ্রাহকদের। RBI নির্দেশিকা অনুসারে, যদি কোনও গ্রাহক নির্ধারিত সময়সীমার মধ্যে কেওয়াইসি আপডেট না করে থাকে, তবে তার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। যার দরুন লেনদেন করা নিয়ে একাধিক সমস্যায় পড়তে হবে। তবে এবার সেই KYC আপডেট নিয়ে এক বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
KYC আপডেট নিয়ে বড় পদক্ষেপ!
লক্ষ লক্ষ ব্যাঙ্ক গ্রাহকদের KYC আপডেটের সময় নানা অসুবিধার মধ্যে পড়তে হয়। এদিকে যে কোনও সরকারি স্কিমের জন্য কেওয়াইসি আপডেট খুব জরুরী। তাই গ্রাহকদের কথা মাথায় রেখে কেওয়াইসি আপডেট নিয়ে এক বড় বদল (KYC New Rules) আনল RBI, এবার আর সমস্যায় পড়তে হবে না গ্রাহকদের। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে KYC আপডেটের দুটি প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছে।
মুদি দোকানের মালিকও KYC আপডেট করতে পারবে!
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, এখন ব্যাঙ্কিং করেসপন্ডেন্ট কিংবা ব্যাংকের এজেন্ট, যেমন এলাকার মুদি দোকানের মালিক বা NGO, স্বনির্ভর গোষ্ঠী বা SHG, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন-এর মতো সংস্থাগুলিও কেওয়াইসি আপডেট করতে পারবে। ব্যাঙ্কিং করেসপন্ডেন্ট হল সেইসব ব্যক্তি বা সংস্থা এরা সেই সকল এলাকায় ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করে যেখানে কোন ব্যাংক শাখা নেই বা খুব কম। অর্থাৎ, এখন কোনো ঝামেলা ছাড়াই গ্রাহকেরা ব্যাঙ্কিং করেসপন্ডেন্টদের কাছ থেকে KYC আপডেট করতে পারবে।
আরও পড়ুন: 180 লক্ষ টাকার দুর্নীতি সরকারি ফার্মেসি কলেজে! CBI তদন্তের হুঁশিয়ারি হাইকোর্টের
KYC আপডেট করার জন্য রিমাইন্ডার
এছাড়াও অপর একটি ব্যবস্থা গ্রহণ করেছে RBI। আর সেটি হল ব্যাঙ্কগুলিকে এখন থেকে গ্রাহকদের KYC আপডেটের জন্য আগে থেকে তিনবার জানাতে হবে। চিঠির মাধ্যমে একবার জানাতে হবে গ্রাহকদের। আসলে অনেক সময় ডাক পরিষেবায় অসুবিধা হলে চিঠি সঠিক সময় পৌঁছয় না, বিশেষ করে যারা গ্রামীণ এবং আধা-শহুরে এলাকায় থাকেন তাঁদের ক্ষেত্রে নানা সমস্যা হয়, তাই KYC আপডেট সঠিক করতে এই গুরুতর পদক্ষেপ গ্রহণ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
কীভাবে KYC আপডেট করবেন?
এক্ষেত্রে গ্রাহকদের ব্যাঙ্ক করেসপন্ডেন্টদের কাছে KYC আপডেট করার ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি অবলম্বন করতে হবে। তার জন্য সেখানে যদি ইলেকট্রনিক মোড উপলব্ধ না থাকে, তাহলে গ্রাহককে সেক্ষেত্রে একটি ঘোষণাপত্র দিতে হবে। এবং ব্যাঙ্ক করেসপন্ডেন্টদের তাড়াতাড়ি এই ঘোষণাপত্র ব্যাংক শাখায় জমা করাতে হবে।
আর এই জমা দেওয়া ঘোষণাপত্রের বদলে গ্রাহককে নথিপত্র জমা দেওয়ার জন্য একটি রসিদ পাবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে KYC আপডেটের সম্পূর্ণ দায়িত্ব ব্যাংকের হবে, ব্যাঙ্ক করেসপন্ডেন্টদের নয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |