মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট পাঠানো শীর্ষ ১০ দেশ, কত নম্বরে ভারত?

Published on:

List of Top 10 countries With most satellites in space

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহাকাশবিজ্ঞান নিয়ে চর্চার অন্ত নেই। বিগত বছরগুলিতে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মহাশূন্যে উপগ্রহ পাঠানোর প্রতিযোগিতা। প্রথমবারের মতো 1957 সালের 4 অক্টোবর, পৃথিবীর কক্ষপথে স্পুটনিক-1 পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত। তারপর থেকে জল বয়ে গেছে অনেকটাই! বর্তমানে একে অপরের সাথে পাল্লা দিয়ে মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে বিশ্বের বহু দেশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কারোর কাজ আবহাওয়ার গতি বলে দেওয়া, কেউ আবার শুধুমাত্র শত্রুর স্যাটেলাইটের গতিবিধিতে নজর রাখে। তবে মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠানোর নিরিখে সবচেয়ে এগিয়ে কোন দেশ? অর্থাৎ মহাকাশে কোন দেশের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? দেখে নিন প্রথম দশের তালিকা।

মহাকাশে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে এই 10 দেশের

আমেরিকা

প্রসঙ্গ যদি হয় মহাকাশে সবচেয়ে বেশি উপগ্রহ পাঠানোর হয় তবে, প্রথমেই নাম উঠবে আমেরিকার। হ্যাঁ! রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে আমেরিকার পাঠানো 8,530টি উপগ্রহ। তবে বলে রাখি, মার্কিন সংস্থা তথা ধন কুবের ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স এই 8,530টির মধ্যে 7,400 উপগ্রহই পাঠিয়েছে মহাকাশে। কারণটা অবশ্য, মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা স্টারলিংক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রাশিয়া

আমেরিকা মহাকাশে সবচেয়ে বেশি উপগ্রহ পাঠালেও বিগত বছরগুলিতে মহাকাশে পাঠানো স্যাটেলাইটের সংখ্যা বাড়িয়ে চিনকে ছাপিয়ে গিয়েছে রাশিয়া। বর্তমানে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে রাশিয়ার 1,559টি উপগ্রহ। আর সেই নিরিখেই বর্তমানে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পুতিনের দেশ। বলে রাখি, রাশিয়ার মহাকাশ সংক্রান্ত রাষ্ট্রীয় কর্পোরেশন রস্কোমস 2026 সালের মধ্যে মহাকাশে উপগ্রহের সংখ্যা 2600 করার পরিকল্পনা নিয়েছে।

চিন

বিগত বছরগুলিতে মহাকাশে একের পর এক কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে বর্তমানে মহাকাশে উপগ্রহের সংখ্যার নিরিখে তালিকার 3 নম্বরে রয়েছে চিন। এই মুহূর্তে মহাকাশে 906টি উপগ্রহ ঘোরাফেরা করছে ড্রাগনের। যাদের বেশিরভাগেরই কাজ শত্রুর উপগ্রহের নজর রাখা।

ব্রিটেন

বিগত বছরগুলিতে মহাকাশে একাধিক কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। মহাকাশে বর্তমানে যুক্তরাজ্যের উপগ্রহ সংখ্যা 763টি।

জাপান

যুক্তরাজ্যের পর মহাকাশে সবচেয়ে বেশি উপগ্রহ পাঠিয়ে তালিকার পঞ্চম স্থানে জায়গা দখল করেছে জাপান। উন্নত অর্থনীতির দেশটি বিগত বছরগুলিতে মহাকাশে উপগ্রহের সংখ্যা বাড়িয়ে বর্তমানে মোট 203টি উপগ্রহ পরিচালনা করছে।

ভারত

রিপোর্ট বলছে, বিগত বছরগুলিতে মহাকাশে উপগ্রহের সংখ্যা অনেকটাই বাড়িয়েছে ভারত। তথ্য অনুযায়ী, বর্তমানে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে 136টি ভারতীয় উপগ্রহ। আর সেই নিরিখেই মহাকাশে উপগ্রহ পাঠানো দেশগুলির তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে এদেশের।

ফ্রান্স

বর্তমানে মহাকাশে 100টি উপগ্রহ রয়েছে ফ্রান্সের। আর সেই সংখ্যার নিরিখেই মহাকাশে পাঠানো সবচেয়ে বেশি উপগ্রহের দেশগুলির তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে ভারতের বন্ধু রাষ্ট্রটির।

অবশ্যই পড়ুন: পাকিস্তানে ব্যবসা বন্ধ করল Microsoft

উল্লেখ্য, অন্যান্য দেশগুলির পাশাপাশি বিগত বছরগুলিতে মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা বাড়িয়ে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশগুলির তালিকায় অষ্টম, নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে জার্মানি, ইতালি ও কানাডা। যেখানে, মহাকাশে 82টি উপগ্রহ রয়েছে জার্মানির, ইতালির রয়েছে 66টি, অন্যদিকে মহাকাশে কানাডার উপগ্রহের সংখ্যা মাত্র 64।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group