শিয়ালদা লাইনে টানা ২০ দিন বাতিল অজস্র লোকাল! তালিকা জারি করল পূর্ব রেল

Published on:

sealdah

আপনিও কি রোজ ট্রেনে যাতায়াত করেন? বিশেষ করে শিয়ালদহ ডিভিশনে যাতায়াত করেন? তাহলে একটি খবর শুনলে আপনার মাথাতেও চিন্তার বাজ ভেঙে পড়তে পারে। এবার টানা ২০ দিন শিয়ালদা লাইনে বহু লোকাল ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হ্যাঁ ঠিকই শুনেছেন। এর ফলে ব্যাপক যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এখন নিশ্চয়ই ভাবছেন যে আচমকা কেন এরকম সিদ্ধান্ত নিল পূর্ব রেল? তাহলে এই সম্পর্কে জানিয়ে রাখি, মূলত দমদম স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে এবার টানা ২০ দিন একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতগুলি ট্রেন বাতিল করা হয়েছে সেই সংখ্যা শুনলে আপনিও চমকে উঠতে পারেন। যে কারণে পূর্ব রেলও এখন ব্যাপক যাত্রী দুর্ভোগের আশঙ্কা করছে।

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কবে থেকে এই ট্রেন বাতিল থাকবে? তাহলে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৮ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ৭ মে অবধি ২৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেল জানাচ্ছে, দমদমে ৫ নম্বর প্ল্যাটফর্মের যেহেতু আধুনিকীকরণ ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সংক্ষিপ্ত করা হবে বেশ কিছু ট্রেনের রুট। এছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে স্বাভাবিকভাবেই ট্রেন বাতিলের কারণে সাধারণ নিত্যযাত্রীরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত উত্তর শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। জানা গিয়েছে, এবার বারাসাত থেকে ছাড়বে ট্রেন নম্বর ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল। অন্যদিকে ৩০৩১১ মাঝেরহাট-হাবরা লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে। সেইসঙ্গে ট্রেন নম্বর ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে ছাড়বে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।

যে যে ট্রেন বাতিল থাকবে তার তালিকা তুলে ধরা হল।

১) ট্রেন নম্বর ৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ লোকাল।
২) ট্রেন নম্বর ৩০৩৫১ এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসাত লোকাল।
৩) ট্রেন নম্বর ৩০৩২২ হাসনাবাদ-বিবাদি বাগ লোকাল।
৪) ট্রেন নম্বর ৩৩২৮২ হাসনাবাদ-দমদম লোকাল।
৫) ট্রেন নম্বর ৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট লোকাল।
৬) ট্রেন নম্বর ৩৩৩১১ বারাসত-হাসনাবাদ লোকাল।
৭) ট্রেন নম্বর ৩০১৪৫ বিবাদি বাগ-কৃষ্ণনগর সিটি লোকাল।
8) ট্রেন নম্বর ৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম লোকাল।
৯) ট্রেন নম্বর ৩৩২৩২ ব্যারাকপুর-দমদম লোকাল।
১০) ট্রেন নম্বর ৩৩২৩১ দমদম-ব্যারাকপুর লোকাল।

আরও পড়ুনঃ বাদ রিঙ্কু, রাজস্থানের বিরুদ্ধে বড় চমক দেবে KKR! রইল কলকাতার সম্ভাব্য একাদশ

১১) ট্রেন নম্বর ৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল।
১২) ট্রেন নম্বর ৩০৩৩২ হাবরা-মাঝেরহাট
১৩) ট্রেন নম্বর ৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা লোকাল।
১৪) ট্রেন নম্বর ৩৩৬৮৬ গোবরডাঙা-শিয়ালদহ লোকাল।
১৫) ৩০৩১২ বারাসত-মাঝেরহাট লোকাল।
১৬) ট্রেন নম্বর ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকাল।
১৭) ট্রেন নম্বর ৩৩৪২৫ শিয়ালদহ-বারাসাত লোকাল।
১৮) ট্রেন নম্বর ৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল।
১৯) ট্রেন নম্বর ৩০১১৬ ব্যারাকপুর-বিবাদি বাগ লোকাল।
২০) ট্রেন নম্বর ৩০১১৩ বিবাদি বাগ-ব্যারাকপুর লোকাল।
২১) ট্রেন নম্বর ৩৩২৭১ দমদম-গোবরডাঙা লোকাল।
২২) ট্রেন নম্বর ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group