রিল বানিয়ে পান নগদ ১৫ হাজার টাকা পুরষ্কার! কেন্দ্র সরকার চালু করল বিশেষ কনটেস্ট

Published on:

Reel Contest

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি স্ক্রিপ্ট লিখতে ভালোবাসেন? ভিডিও এডিটিং জানেন? রিল বানিয়ে ফেমাস হতে চান? তাহলে আপনার জন্য রইল বড় সুখবর। কারণ রিল বানিয়েই আপনি উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন। হ্যাঁ, ডিজিটাল ইন্ডিয়ার 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকার এবার “A Decade of Digital India – Reel Contest” নামের একটি বিশেষ রিল কনটেস্ট (Reel Contest) আয়োজন করতে চলেছে। যেখানে আপনি জিতে নিতে পারেন সরকারের তরফ থেকে 15,000 টাকা পর্যন্ত পুরস্কার। কিন্তু কীভাবে? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ডিজিটাল ইন্ডিয়ার বড় বদল

গত এক দশক ধরে আমাদের জীবনযাত্রা অনেকটাই বদলেছে। ই-গভর্নেন্স থেকে শুরু করে অনলাইন শিক্ষা, টেলিমেডিসিন, ডিজিটাল ব্যাঙ্কিং, সবেতেই এসেছে পরিবর্তন। তাই যদি আপনি মনে করেন ডিজিটাল পরিবর্তনে আপনার চারপাশের মানুষজন বদলেছে, তাহলে এক মিনিটেই বানিয়ে ফেলুন রিল আর জিতে নিন পুরস্কার।

রিল বানানোর নিয়মাবলী

যেহেতু এটি সরকারি কনটেস্ট, তাই এখানে অংশগ্রহণের জন্য অবশ্যই কিছু নিয়ম জানতে হবে। প্রথমত, রিলের দৈর্ঘ্য কমপক্ষে এক মিনিট হতে হবে এবং ভিডিওটি হবে সম্পূর্ণ মৌলিক। অর্থাৎ, আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা চলবে না, নিজস্ব কন্টেন্ট হতে হবে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দ্বিতীয়ত, ভিডিওটি বাংলা, হিন্দি, ইংরেজি বা যেকোনো স্থানীয় ভাষায় হতে হবে এবং ভিডিওটি পোর্ট্রেট মোডে MP4 ফরম্যাটে বানাতে হবে। পাশাপাশি রিলে তুলে ধরতে হবে ডিজিটাল ইন্ডিয়ার কারণে কীভাবে আপনার এবং আপনার চারপাশের সমাজে পরিবর্তন এসেছে সেই চিত্র। 

 

কী কী পুরস্কার থাকছে?

জানা গিয়েছে, এই কনটেস্টের মধ্যে 85 জন বিজয়ী থাকবে পুরস্কারের তালিকায়। শীর্ষ 10 জন বিজয়ীর জন্য 15,000 টাকা করে, পরবর্তী 25 জনের জন্য 10,000 টাকা করে এবং আরো 50 জনের জন্য 5000 টাকা করে পুরষ্কার দেওয়া হবে।

আরও পড়ুনঃ ডিভোর্সি স্ত্রীকে মাসিক খোরপোশ দিতে ছিনতাই শুরু করেন বেকার স্বামী, গ্রেফতার করল পুলিশ

কোথায় এবং কীভাবে রিল জমা দেবেন?

আপনার রিল তৈরি করা হয়ে গেলে সেটি mygov.in/task/decade-digital-india-reel-contest পোর্টালে আপলোড করতে হবে। আর ভিডিও সাবমিট করার সময় অবশ্যই আপনার নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছোট্ট বিবরণ জানাতে হবে যে, কেন আপনি এই রিলটিকে দেখাতে চাইছেন।

আজকের সোশ্যাল মিডিয়ায় যেখানে মানুষ রিল বানিয়ে নিজের নাম, জনপ্রিয়তা, টাকা সবই উপার্জন করছে, এবার সেই একই কাজ করেই আপনি সরকারের স্বীকৃতি এবং পুরস্কার জিতে নিতে পারেন। তাই যদি আপনার ভালো মানের ক্যামেরা থাকে এবং ভালো কনটেন্ট থাকে, তাহলে এই সুযোগ মিস করবেন না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group