দামি ব্র্যান্ডের ক্রিম না কিনে ব্যবহার করুন নারকেলের ছিবড়ে, চুল হবে কুচকুচে কালো

Published on:

black hair coconut

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ প্রকৃতির নিয়ম অনুযায়ী একজন মানুষের সময়ের সাথে সাথে শরীরের বার্ধক্যের ছাপ দেখা দেয়। সাথে চুলে (Hair) পাক ধরাও শুরু করে। কিন্তু একজন অল্প বয়সের মানুষের চুলের পাক ধরলে অবশ্যই তা চিন্তার বিষয়ে গিয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে আজকাল ৩০ এর আসেপাশে মানুষের চুলের রঙের পরিবর্তন দেখা দিচ্ছে।

WhatsApp Community Join Now

কোনো ব্যক্তি দীর্ঘসময় ধরে সূর্যালোকে থাকলে তার চুলের রঙের পরিবর্তন কিছুটা হয়েই থাকে। এছাড়াও অনেক সময় রাত বেশি জাগলে চুলে প্রভাব পড়ে। বেশি পরিমাণে মদ্যপান বা অন্যকোনো নেশায় আসক্ত থাকলে চুলে পাক ধরা স্বাভাবিক। আজকাল পরিবেশে দূষণের মাত্রা বেড়ে যাওয়াতেও চুলের রঙ খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে।

এই চুলের রঙ পরিবর্তন অনেকের কাছেই তা একদমই অপছন্দের। ফলে তারা তাদের মাথায় বাজার থেকে কেনা অনেক নামি দামি প্রসাধন কিনে ব্যবহার করে এবং সবক্ষেত্রে এইসব প্রসাধন খুব একটা কাজের হয়না। কিছু কিছু প্রসাধনে চুলের ক্ষতির সাথে সাথে আবার অ্যালার্জি থেকে শুরু করে বিভিন্ন রোগের সৃষ্টিও করে থাকে। তাই এইসব বাজার থেকে কেনা প্রসাধন ছেড়ে আমরা যদি ঘরের কিছু সাধারণ উপাদান দিয়ে একটা মিশ্রণ তৈরি করে মাথায় ব্যবহার করি তবে আমাদের অনেকটাই উপকার হয় চুলের ক্ষেত্রে। আসুন জেনে নি কিভাবে তৈরি করবেন ঘরোয়া মিশ্রণটি।

নারকেলের ব্যবহারে চুল হবে কালো

একটা গোটা নারকেল থেকে ছোবড়া আলাদা করে নিন। একটি মাটির পাত্রে নারকেল ছোবড়া সাথে ৪ থেকে ৫ টা আলমন্ড বাদাম ও ২ টি কর্পূর একসাথে মিশিয়ে ভালো করে পুড়িয়ে নিন। ভালোমতো পুড়ে গেলে সেই ছাই একটি বাটিতে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। সাথে ২ চামচ নারকেল তেল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করুন। এইবার মিশ্রণটি মাথার গোড়া থেকে আগা অব্দি খুব ভালো করে লাগিয়ে নিন। যে স্থানে সাদা চুল সেখানেও লাগিয়ে নিন। এইভাবে ১ ঘন্টা লাগিয়ে রাখুন। তারপর মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন। আপনার চুল কয়লার মতো কালো হয়ে যাবে কোনোরকম রাসায়নিক ছাড়াই।

সঙ্গে থাকুন ➥
X