এবার থেকে মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য গুনতে হবে অতিরিক্ত খরচ! আসছে নয়া নিয়ম

Published:

Mobile Number Verification Charges Rule
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য দিতে হবে অতিরিক্ত চার্জ (Mobile Number Verification Charges)। হ্যাঁ, অন্যের মোবাইল নম্বর সম্পর্কিত জালিয়াতির ঘটনা আটকাতে এবার সাইবার নিরাপত্তা নিয়মে বেশ কিছু পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে টেলি যোগাযোগ বিভাগ।

গত 24 জুন দাখিল হওয়া সাইবার নিরাপত্তা নিয়মের নতুন খসড়া অনুযায়ী, শীঘ্রই ফোন নম্বর যাচাই করার জন্য একটি নতুন প্লাটফর্ম তৈরিও সুপারিশ করা হয়েছে। এই প্লাটফর্মে গ্রাহক ও মোবাইল নম্বর যাচাইয়ের জন্য লাইসেন্সধারী কোম্পানি সকলকেই অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করা হচ্ছে।

একাধিক সংবাদমাধ্যম দাবি করছে, মূলত টেলি যোগাযোগ বিভাগের তরফে MNV প্ল্যাটফর্ম অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্লাটফর্মটি অনুমোদিত সংস্থা ও টেলিকম নেটওয়ার্ক কোম্পানির ফোন নম্বর ডেটা বেসে রয়েছে কিনা তা পরীক্ষা করতে সাহায্য করবে।

মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য কত টাকা চার্জ করা হতে পারে?

নতুন প্রস্তাবনা অনুযায়ী, যদি রাজ্য বা কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত সংস্থার হাতে মোবাইল নম্বর ভেরিফিকেশনের দায়িত্ব থাকে সেক্ষেত্রে 1.5 টাকা পর্যন্ত চার্জ লাগতে পারে। একইভাবে যদি বেসরকারি সংস্থাগুলি নম্বর ভেরিফাই করার দায়িত্ব নেয় সে ক্ষেত্রে নম্বর পিছু 3 টাকা করে চার্জ করা হতে পারে।

তবে শেষ পর্যন্ত নম্বর যাচাইকরণের জন্য এই চার্জ কাদের গুনতে হবে তা এখনও স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল নম্বর চেক করার ক্ষেত্রে গ্রাহকদের পকেটের ওপরই চাপ পড়বে।

অবশ্যই পড়ুন: চিনের আধিপত্য বিস্তারের স্বপ্ন ভাঙল ভারত! শ্রীলঙ্কার ডকইয়ার্ড এখন দেশীয় সংস্থার

উল্লেখ্য, 24 জুন দাখিল হওয়া সাইবার নিরাপত্তা নিয়মের নতুন খসড়া প্রকাশের অন্তত 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট পক্ষ গুলির কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়েছে টেলি যোগাযোগ বিভাগ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join