সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে স্মার্টফোন (Smartphone) আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কল করার পাশাপাশি অনলাইন পেমেন্ট বলুন বা বিনোদন কিংবা জরুরি তথ্য সংরক্ষণ, সবকিছুর জন্যই মোবাইল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ট্রেনে ভ্রমণের সময় যদি কোনো কারণে ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে বড়সড় সমস্যার মুখে পড়তে হয়।
সেই দুশ্চিন্তার দিন শেষ হতে চলেছে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা DoT এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবার হাতে হাত মিলিয়ে কাজ করবে হারিয়ে যাওয়া ফোন খোঁজার জন্য। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। আর এই উদ্যোগে লাভবান হবেন লক্ষ লক্ষ নিত্যযাত্রী, যারা প্রতিদিন ট্রেনে ভ্রমণ করেন।
হারিয়ে গেলে সহজে ট্র্যাক করা যাবে মোবাইল
যদি কোনো কারণে ট্রেন বা রেল স্টেশনে আপনার মোবাইল ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে এখন সহজেই ফোনটিকে ব্লক করতে পারবেন বা ট্র্যাক করতে পারবেন। DoT এবং RPF-এর যৌথ উদ্যোগে CEIR (Central Equipment Identity Register) পোর্টালের মাধ্যমে এবার থেকে ফোন ট্র্যাক করা যাবে। মোবাইল ফোন না পাওয়া গেলে CEIR-র মাধ্যমে সেটি ব্লকও করে দেওয়া যাবে, যাতে অন্য কেউ সেই ফোনটি ব্যবহার না করতে পারে।
DoT-এর অফিসিয়াল ঘোষণা
সম্প্রতি DoT তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট X-এ এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। পোস্টে জানানো হয়েছে যে, রেলওয়ে স্টেশন বা ট্রেনে কোন কারণে ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে RPF এবং কমিউনিকেশন অ্যাপের সাহায্যে ফোনটিকে ট্র্যাক করা যাবে। যদি ফোন না পাওয়া যায়, তাহলে CEIR পোর্টাল থেকে সহজেই ব্লক করে দিতে পারবেন।
কীভাবে কাজ করবে এই ব্যবস্থা?
জানা যাচ্ছে, CEIR পোর্টালের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক বা ব্লক করা যাবে। পাশাপাশি ফোন খোঁজার কাজও দ্রুত সম্পন্ন করবে DoT এবং RPF। এছাড়া সঞ্চার সাথী পোর্টালে হারিয়ে যাওয়া ফোনের তথ্য চেক করা যাবে। এমনকি সন্দেহজনক কল বা ফ্রড রিপোর্টও করা যাবে। পাশাপাশি নিজের নামে চালু থাকা সমস্ত নম্বর দেখা যাবে।
আরও পড়ুনঃ খাতা দেখেছিলেন বাতিল শিক্ষকরাও! পিছিয়ে যাবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ?
আর এই নতুন পদক্ষেপের ফলে যাত্রীদের নিরাপত্তাও বাড়বে। পাশাপাশি লক্ষ লক্ষ যাত্রী উপকৃত হবে। মোবাইল চুরি হলে দ্রুত ট্র্যাক করা সম্ভব হলে চোর পকেটমারের উৎপাতও অনেকটাই কমবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |