বদলে যাবে নিউ দিল্লি স্টেশনের নাম? রেল মন্ত্রীর কাছে গেল চিঠি! কিংবদন্তির নামে প্রস্তাব

Published on:

new delhi railway station

সহেলি মিত্র, কলকাতাঃ এবার নাম বদলে যাচ্ছে ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশনের? বদলাতে চলেছে নয়াদিল্লি রেল স্টেশনের নাম? বর্তমানে তেমনই জল্পনা শুরু হয়েছে চারিদিকে। জানা গিয়েছে, নয়াদিল্লি এবং পুরাতন দিল্লি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের দাবি করা হয়েছে। দিল্লির চাঁদনী চক থেকে বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে উভয়ের নাম পরিবর্তনের সুপারিশ করেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বদলে যাবে নয়াদিল্লি রেলস্টেশনের নাম?

প্রবীণ খান্ডেলওয়াল রেলমন্ত্রীর কাছে উভয় রেলওয়ে স্টেশনের নতুন নামও পাঠিয়েছেন। বিজেপি সাংসদ নতুন দিল্লি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে অটল বিহারী বাজপেয়ী রেলওয়ে স্টেশন এবং পুরাতন দিল্লি স্টেশনের নাম পরিবর্তন করে মহারাজা অগ্রসেন রেলওয়ে স্টেশন করতে চান। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এর আগে দিল্লি জংশনের নাম পরিবর্তন করে মহারাজা অগ্রসেন রেলওয়ে স্টেশন করার পক্ষে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন যে তিনি শীঘ্রই এই বিষয়ে রেলমন্ত্রীর সাথে দেখা করবেন এবং সংসদের পরবর্তী অধিবেশনে সংসদে এই বিষয়টি উত্থাপন করবেন।

আরও পড়ুনঃ আমূল বদলে যাচ্ছে দিঘা স্টেশন, অমৃত ভারতের আওতায় হবে ঝাঁ চকচকে থেকে অত্যাধুনিক

সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল অশ্বিনী বৈষ্ণবকে লেখা তার চিঠিতে বলেছেন যে, নতুন দিল্লি রেলওয়ে স্টেশন দেশের সবচেয়ে বিশিষ্ট, ব্যস্ততম এবং ঐতিহাসিক রেলওয়ে স্টেশন, যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে কাজ করে। অটলজির মতো একজন মহান নেতার নামে এটির নামকরণ কেবল উপযুক্তই হবে না বরং দিল্লি এবং দেশের নাগরিকদের অনুভূতির প্রতিও শ্রদ্ধাশীল হবে। তিনি বলেন যে অটলজির জীবন জাতীয় সেবা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য নিবেদিত ছিল। তাঁর আমলে ভারত অবকাঠামো, পারমাণবিক শক্তি, বৈশ্বিক পরিচয় এবং অর্থনীতির ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। তিনি কেবল একজন রাজনীতিবিদ হিসেবেই নয়, একজন ধারণা, কবি এবং একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব হিসেবেও সমগ্র দেশকে দিকনির্দেশনা দিয়েছিলেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী পরিকল্পনা করছে কেন্দ্র?

সাংসদ আরও বলেন, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং বেঙ্গালুরুর ক্রান্তিবীর সাঙ্গোলি রায়ান্না স্টেশনের মতো প্রধান স্টেশনগুলির নামকরণ যেমন ঐতিহাসিক বীরদের নামে করা হয়েছে, তেমনি দিল্লির মতো জাতীয় রাজধানীর কেন্দ্রে অবস্থিত স্টেশনটিও অটলজির মতো একজন জাতীয় প্রতীকের নামে উৎসর্গ করা উচিত। তিনি জোর দিয়ে বলেন যে এই নামকরণ কেবল শ্রদ্ধাঞ্জলিই নয়, বরং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎসও হয়ে উঠবে। ক্যাটের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে, প্রবীণ খান্ডেলওয়াল সারা দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে একটি আবেগঘন অনুরোধ করেছেন যে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবটিকে ইতিবাচকভাবে বিবেচনা করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়াটি শুরু করুক। এখন প্রশ্ন উঠছে, সরকার কি স্টেশনের নাম বদলাবে?

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group