এই জিনিসগুলি নিয়ে মোটেও ঢুকবেন না মেট্রো স্টেশনে, নাহলে জায়গা হবে শ্রীঘরে

Published:

Metro Station
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: মেট্রো স্টেশনে (Metro Station) ভুলেও ঢুকবেন না এই জিনিসগুলি নিয়ে। সম্প্রতি দিল্লি মেট্রোর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কর্মীরা তাদের সন্তানকে খেলনা বন্দুক নিয়ে মেট্রোতে ভ্রমণ করতে দিচ্ছে না। আর এই ভিডিও সামনে আসতেই দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) এটিকে নিরাপত্তা লঙ্ঘন হিসেবেই দাবি করছে। এমনকি কিছু জিনিসের তালিকা দেওয়া হয়েছে, যেগুলো নিয়ে মোটেও মেট্রো স্টেশনে প্রবেশ করা যাবে না।

একেবারে নিষিদ্ধ এই জিনিসগুলি

সম্প্রতি দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যে সমস্ত পণ্যগুলিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেগুলি হল-

  • ধারালো এবং তীক্ষ্ণ অস্ত্র যেমন ছুরি, কাঁচি, ব্লেড, পিস্তল, তলোয়ার ইত্যাদি।
  • স্ক্রু ডাইভার, টেস্টার, প্লাস ইত্যাদির মতো সরঞ্জাম।
  • রান্নার গ্যাস, পেট্রোলিয়াম, রং, ভিজে ব্যাটারি বা অন্যান্য বিস্ফোরকের মতো কোনও দাহ্য পদার্থ।
  • বিস্ফোরক যেমন বোমা, বারুদ, আতশবাজি, প্লাস্টিকের বিস্ফোরক বা অন্যান্য যে কোনও বিস্ফোরক পদার্থ।
  • তেল, ঘি, ইত্যাদি বায়ুরোধী প্যাকেজিং ছাড়া প্রোডাক্ট।
  • অস্ত্রের মতো যে কোনও খেলনা।

যদিও এ বিষয়ে মানুষ বিভিন্ন রকম মন্তব্য করা শুরু করেছে। কিন্তু দিল্লি মেট্রো রেল কর্পোরেশন যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না। কারণ, মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমআরসি’র দেওয়া তথ্য অনুযায়ী, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) মেট্রো প্রাঙ্গনে এবার শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখবে। পাশাপাশি নিয়মিত যাত্রীদেরকে চেকিং করা হবে। এমনকি প্রতিটি লাগেজ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেই মেট্রো সফরের জন্য অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুনঃ SIR নিয়ে টানাপোড়েন! ভোটের আগে বাংলার হাজার BLO-কে শো-কজ নোটিশ নির্বাচন কমিশনের

ডিএমআরসি-র নিয়ম অনুযায়ী মেট্রোতে এই জিনিসপত্রগুলি বহন করা তো একেবারে নিষিদ্ধ, পাশাপাশি উৎসবের সময় নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে। কারণ, মেট্রো কর্মকর্তারা বলছে, উৎসবের মরসুমে কোনও আপত্তিকর ঘটনা রোধ করার জন্যই এই নিয়ম আনা হচ্ছে। কখনো কখনো কিছু জিনিসপত্র নকল হয়। তবে সেগুলো অন্যান্য যাত্রীদের মধ্যে আরও আতঙ্ক সৃষ্টি করতে পারে। সেজন্যই এই পদক্ষেপ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join