সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি GST কাউন্সিলের 56 তম বৈঠকের পর বিপজ্জনক পণ্য ছাড়া সমস্ত পণ্যের উপরেই 5% বা 18% জিএসটি ধার্য করা হয়েছে। এমনকি বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উপর জিএসটি শূন্য করা হয়েছে। আর এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে আগামী 22 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ নবরাত্রি প্রথম দিন থেকেই। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, LPG সিলিন্ডারের উপর কী প্রভাব পড়বে?
দাম কমবে এলপিজি সিলিন্ডারের?
যাদের মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাদের জন্য স্বস্তির খবর হচ্ছে, গ্যাস সিলিন্ডারের উপর জিএসটি হারের কোনওরকম প্রভাব পড়ছে না। 3 সেপ্টেম্বরের বৈঠকে এলপিজি নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে 22 সেপ্টেম্বরের পরও গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বাড়িতে রান্নার জন্য যে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, তার জন্য সাধারণ মানুষকে আর বাড়তি খরচ করতে হবে না।
এলপিজির উপর ভিন্ন ভিন্ন করের হার
তবে অনেকেই হয়তো জানে না যে, ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের করের হার আলাদা। ঘরোয়া ব্যবহারের জন্য সিলিন্ডারে 5% জিএসটি দিতে হয় এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য সিলিন্ডারের ক্ষেত্রে 18% জিএসটি দিতে হয়। অর্থাৎ, হোটেল ব্যবসায়ীরা যেখানে তুলনামূলকভাবে বেশি কর দেয়, সেখানে সাধারণ পরিবারের জন্য অনেকটাই স্বস্তি দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।
আরও পড়ুনঃ ১৪ অক্টোবরের পর আর মিলবে না Windows 10-র আপডেট! জানাল Microsoft
যদিও জিএসটি সংস্কারের ফলে এলপিজি সিলিন্ডারের দামে কোনওরকম পরিবর্তন আসছে না। কিন্তু নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের কর শূন্য হয়ে যাওয়ায় খরচ অনেকটাই কমতে পারে। ব্যবসায়ী মহল মনে করছে, রান্নাঘরে জ্বালানির সস্তা না হওয়ায় খাদ্যদ্রব্যের দামে এরকম যে বড় পরিবর্তন আসবে তা বলা যায় না।