সৌভিক মুখার্জী, কলকাতা: পোস্ট অফিসে সঞ্চয় কমবেশি সবাই করতে চায়। তবে অনেকেই সঠিক নিয়ম মেনে পোস্ট অফিসে অ্যাকাউন্ট (Post Office Account) খুলতে পারে না। পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পে এতদিন অ্যাকাউন্ট খোলার ঝামেলা পোহাত অনেক গ্রাহকই। লম্বা ফর্ম জমা দেওয়া, জমা দেওয়ায় স্লিপ, পরিচয়পত্রের ফটোকপি, সব ঝামেলা সামলাতে গিয়ে অনেকেই আগ্রহ হারিয়ে ফির আসতো। তবে এবার সেই ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল ভারতীয় ডাক বিভাগ।
23 এপ্রিল থেকে নয়া নিয়ম চালু
2025 সালের 23 এপ্রিল থেকে এক আধুনিক প্রক্রিয়া চালু করা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে। আর এর মাধ্যমে আপনি আধার কার্ড এবং আঙ্গুলের ছাপ দিয়েই খুলে নিতে পারবেন পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প, সময় আমানত, কিষান বিকাশ পত্র, জাতীয় সঞ্চয় শংসাপত্র স্কিম।
সবথেকে বড় ব্যাপার, এই এই স্কিমগুলির অ্যাকাউন্ট খোলার জন্য কোন আবেদন ফর্ম পূরণ করতে হবে না। এমনকি কোনও জমা দেওয়া স্লিপও লাগবে না। সবকিছু হবে এবার ডিজিটালভাবে, অনলাইনে।
কীভাবে খুলবেন অ্যাকাউন্ট?
এই স্কিমগুলোর অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নিকটবর্তী কোনও পোস্ট অফিসে যেতে হবে। এরপর সেখানে গিয়ে যেকোনো সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট খোলার জন্য বলতে হবে। এরপর পোস্ট অফিসের কর্মচারীরা আপনার আধার কার্ড স্ক্যান করবে এবং আঙুলের ছাপ নেবে। সমস্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবেই তাদের সিস্টেমে চলে যাবে। এরপর আপনি কত টাকা জমা দিতে চান তা জানাবেন। এবার ফের একবার আঙ্গুলের ছাপ দিলেই খোলা যাবে অ্যাকাউন্ট।
ফর্ম ব্যবহারের দিন শেষ
অনেকেই হয়তো ভাবছেন যে, হয়তো পুরোপুরি ফর্ম ব্যবহারের দিন শেষ হয়ে গেল! তবে না, পোস্ট অফিস পুরনো নিয়মও চালু রেখেছে। যারা আগের মত ফর্ম পূরণ করে অ্যাকাউন্ট খুলতে চায়, তারাও পারবেন। নতুন নিয়মটি শুধুমাত্র একটি বিকল্প হিসেবেই করা হয়েছে, বাধ্যতামূলক নয়।
তথ্য কতটা সুরক্ষিত থাকবে?
আধার কার্ড দিয়ে তথ্য যাচাই করার জন্য অনেকের মনেই চিন্তা আসতে পারে যে, আধার কার্ড দিলে তো ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাবে! তবে ভারতীয় ডাক বিভাগ ভরসা দিয়েছে যে, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। কোনও কাগজে যদি আধার নাম্বার ছাপানোও হয়, তাহলে তার প্রথম আটটি সংখ্যা হাইড করে রাখা হবে। অর্থাৎ, ব্যক্তিগত নিরাপত্তা সম্পূর্ণ বজায় রাখার দায়িত্ব পোস্ট অফিসেরই।
আরও পড়ুনঃ জন্ম ভিক্ষুক পরিবারে, পেয়েছেন পদ্মশ্রী! প্রয়াত ১২৯ বছরের যোগগুরু স্বামী শিবানন্দ
আর এই নয়া পদ্ধতি চালু হলে শুধুমাত্র গ্রাহকদের জন্য নয়, পোস্ট অফিসের কর্মীদের কাজও আরো সহজ হবে। কারণ লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকবে না, সময় কম লাগবে, এমনকি কাগজপত্রেরও কোন ঝামেলা থাকবে না। তাই আপনি যদি এখন কোন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে চান, তাহলে অবশ্যই আধার কার্ড নিয়ে সোজা পোস্ট অফিসে চলে যান এবং খুলে নিন অ্যাকাউন্ট।