টোল প্লাজার নোংরা বাথরুমের ছবি দিলেই ১০০০ টাকা! নয়া অভিযান NHAI-র

Published:

Clean Toilet Picture Challenge
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার বিরাট পদক্ষেপের পথে হাঁটল ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা NHAI। ভারত সরকারের বিশেষ অভিযান 5.0 এর আওতায় এবার ‘ক্লিন টয়লেট পিকচার চ্যালেঞ্জ’ (Clean Toilet Picture Challenge) নামের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এই অভিযানের মূল লক্ষ্য হল জাতীয় মহাসড়ক ব্যবহারকারী যাত্রীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর টয়লেটের পরিষেবা দেওয়া। এমনকি প্রতিটি বৈধ রিপোর্টের জন্য FASTag রিচার্জ হিসেবে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সম্পর্কে।

বিরাট উদ্যোগ NHAI-র

জানা যাচ্ছে, এই চ্যালেঞ্জের আওতায় হাইওয়ে ব্যবহারকারীরা NHAI দ্বারা পরিচালিত টোল প্লাজাগুলিতে নোংরা টয়লেটের অভিযোগ জানাতে পারবে। এমনকি রাজমার্গযাত্রা অ্যাপের মাধ্যমে অপরিষ্কার টয়লেটের জিও ট্যাগ যুক্ত ছবিও আপলোড করা যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা তাদের নাম, লোকেশন, যানবাহনের নিবন্ধন তারিখ, মোবাইল নম্বর প্রদান করতে পারবে। আর এক্ষেত্রে প্রতিটি বৈধ রিপোটের জন্য FASTag রিচার্জ হিসেবে 1000 টাকা করে পুরস্কার দেওয়া হবে।

রয়েছে কিছু শর্ত

তবে হ্যাঁ, এই প্রক্রিয়াটিকে সুষ্ঠু এবং স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য NHAI কিছু শর্ত বেঁধে দিয়েছে। সেগুলি হল-

  • প্রচার অভিযানের সময় প্রতিটি গাড়ির জন্য শুধুমাত্র একবারই পুরস্কার দেওয়া হবে।
  • একাধিক ব্যবহারকারী রিপোর্ট করলেও প্রতিটি টয়লেটের জন্য দিনে শুধুমাত্র একবারই পুরস্কার দেওয়া হবে।
  • শুধুমাত্র রাজমার্গযাত্রা অ্যাপের মাধ্যমে তোলা স্পষ্ট ছবি গ্রহণ করা হবে।
  • ফুয়েল স্টেশন, ধাবা বা কোনও ব্যক্তিগত প্রাঙ্গনে অবস্থিত টয়লেটগুলি NHAI এর আওতায় পড়ে না। তাই এগুলির জন্য পুরস্কার দেওয়া হবে না।

কীভাবে হবে যাচাইকরণ?

যেমনটা জানা যাচ্ছে, জমা দেওয়া সমস্ত নথি AI-র মাধ্যমেই যাচাইকরণ করা হবে। এমনকি ম্যানুয়াল চেক করা হবে, যাতে সত্যতা নিশ্চিত করা যায়। আর ডুপ্লিকেট বা আগের রিপোর্ট করা ছবিগুলিকে গ্রহণ করা হবে না। এই পদক্ষেপ মূলত টয়লেটের স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং আসল রিপোর্টগুলিকেই পুরস্কৃত করার জন্যই নেওয়া।

আরও পড়ুনঃ রাজগঞ্জে মন্দিরের জমি দখল করে বাড়ি বাংলাদেশির! ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা

তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো, এই ‘ক্লিন টয়লেট পিকচার চ্যালেঞ্জ’ আগামী 31 অক্টোবর, 2025 পর্যন্তই বৈধ। আর এটি ভারতের সমস্ত মহাসড়কের জন্যই প্রযোজ্য। NHAI আশা করছে, এই উদ্যোগ হাইওয়েগুলিতে স্বাস্থ্যবিধির মান বৃদ্ধি করবে এবং পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join